১৪ অক্টোবর ২০২৫

বিশ্ব বাগদাদে আদিবাসী গোষ্ঠীদের সংঘর্ষে পুলিশসহ নিহত ৬

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বিশ্ব বাগদাদে আদিবাসী গোষ্ঠীদের সংঘর্ষে পুলিশসহ নিহত ৬
বাংলাপ্রেস ডেস্ক:  ইরাকের বাগদাদে স্থানীয় দুটি আদিবাসী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে অন্তত ছয়জন নিহত হয়েছেন, যার মধ্যে সংঘর্ষ থামাতে যাওয়া চারজন পুলিশ সদস্যও রয়েছেন বলে রবিবার জানিয়েছে ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, বেসরকারি বিদ্যুৎ জেনারেটরের ফি বাড়ানোকে কেন্দ্র করে শনিবার রাতে এই সংঘর্ষ শুরু হয়। ইরাকে সরকারি বিদ্যুৎ প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা বন্ধ থাকায় ব্যক্তিমালিকানাধীন জেনারেটরের ওপর অধিকাংশ মানুষ নির্ভর করে। বাগদাদের সাআদা এলাকায় এ সংঘর্ষ নিয়ন্ত্রণ করতে গেলে পুলিশের ওপর হামলা হয়।এ সময় দুজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হন। আহত অবস্থায় আরো দুজন পুলিশ সদস্য পরে মারা যান। এ ছাড়া আরো ৯ জন কর্মকর্তা আহত হয়েছেন বলে জানায় মন্ত্রণালয়। পুলিশের পাল্টা গুলিতে দুই ব্যক্তি নিহত ও পাঁচজন আহত হয়।বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে। ইরাকে আদিবাসী গোষ্ঠিদের মধ্যে সংঘাত প্রায়ই প্রাণঘাতী রূপ নেয়। অস্ত্রে ভরপুর এ যুদ্ধবিধ্বস্ত দেশে ক্ষুদ্রতম বিরোধও রক্তক্ষয়ী সংঘর্ষে পরিণত হয়। আদিবাসী গোষ্ঠীগুলো এখনো নিজস্ব বিচারব্যবস্থা ও প্রভাব বজায় রেখেছে।২০০৩ সালে মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসনে দীর্ঘ সময়ের শাসক সাদ্দাম হোসেন ক্ষমতাচ্যুত হওয়ার পর দীর্ঘ সহিংসতা পার করে ইরাক সম্প্রতি আবারও স্থিতিশীলতার দিকে এগোতে শুরু করেছে। [বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।] বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন