১৪ অক্টোবর ২০২৫

বিশ্ব জাকের মঞ্জিলে উরস শুরু হচ্ছে ১৪ ফেব্রুয়ারী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বিশ্ব জাকের মঞ্জিলে উরস শুরু হচ্ছে ১৪ ফেব্রুয়ারী
 

ফরিদপুর থেকে সংবাদদাতা : ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলের চারদিনব্যাপী বাৎসরিক উরস শরীফ শুরু হচ্ছে আগামী ১৪ ফেব্রুয়ারী। ওইদিন জু’মার নামাজ আদায়ের পর হযরত শাহ্ সূফী খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ) ছাহেবের পবিত্র রওজা মোবারক জেয়ারতের মধ্য দিয়ে উরস শরীফের আনুষ্ঠানিকতা শুরু হবে।

১৮ ফেব্রুয়ারী মঙ্গলবার বাদ ফজর মুসলিম উম্মাহর সুখ-শান্তি ও দেশের সার্বিক কল্যাণের জন্য আখেরী মোনাজাতের মাধ্যমে উরসের সমাপ্তি হবে। মোনাজাত পরিচালনা করবেন শাহ্ সূফী ফরিদপুরী (কুঃছেঃআঃ) ছাহেবের প্রতিনিধি পীরজাদা আলহাজ খাজা মাহ্ফুজুল হক মুজাদ্দেদী। চারদিনব্যাপী এ উরসে পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির- আসকার, মোরাকাবা-মোশাহেদা, ওয়াজ-নসিহত, মিলাদ মাহফিল, ফরজ ও সুন্নত এবাদত বন্দেগীর পাশাপাশি নফল এবাদত অনুষ্ঠিত হবে।

আজ রোববার বিশ্ব জাকের মঞ্জিলের খাদেম ও কর্মী গ্রুপের সহকারী প্রধান অধ্যাপক দলিলউদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন