১৩ অক্টোবর ২০২৫

বিশ্বকাপ বাছাই পর্বে রাতে মাঠে নামছে তিন জায়ান্ট

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ০২:২০ পিএম
বিশ্বকাপ বাছাই পর্বে রাতে মাঠে নামছে তিন জায়ান্ট

বাংলাপ্রেস ডেস্ক:   ফিফা বিশ্বকাপ বাছাই পর্বের ইউরোপিয়ান অঞ্চলের ম্যাচে রাতে মাঠে নামছে তিন জায়ান্ট। সোমবার (১৩ অক্টোবর) দিবাগত রাত পৌনে ১টায় ওয়েলসের মোকাবিলা করবে বেলজিয়াম। একই সময় জার্মানির মুখোমুখি হবে নর্দান আয়ারল্যান্ড। আর আইসল্যান্ড খেলবে ফ্রান্সের বিপক্ষে।

 

গ্রুপ ‘ডি’ এর ম্যাচে রাতে ফ্রান্সকে আতিথ্য নেবে আইসল্যান্ড। নিশ্চিতভাবে এই ম্যাচে ফেভারিট ফ্রান্স। এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে শতভাগ জয় দিদিয়ের দেশমসের দলের। তবে ফরাসিরা কিছুটা বিপাকে পড়েছে ইনজুরি সমস্যার কারণে। দলের সেরা পারফরমার কিলিয়ান এমবাপ্পের ইনজুরিতে। 

সবশেষ ১৫ ম্যাচ খেলে ১৭ গোল করা কিলিয়ান পড়েছেন ডান পায়ের অ্যাঙ্কেলের ইনজুরিতে। এছাড়াও চোটের কারণ ফ্রান্স পাচ্ছে না, ওসমান ডেম্বেলে, বারকোলা, মার্কোস থুরাম ও ডেসরি ডুয়োর মতো তরাকারা। সেই সাথে এই ম্যাচেও কার্ড জটিলতায় খেলতে পারবে না শুয়ামিনি। 

‘এ’ গ্রুপের ম্যাচে রাতে মাঠে নামবে আরেক জায়ান্ট জার্মানি। নাগেলসম্যানের দলও আছে দারুন ছন্দে। তিন ম্যাচে ২ জয় পাওয়া দলটি আতিথ্য নেবে নর্দান আয়ারল্যান্ডের। আইরিশরাও তিন ম্যাচে দুই জয় তুলে ভালো ছন্দে আছে। তবে অ্যাওয়ে ম্যাচ হলেও ফেভারিট হিসেবে মাঠে নামবে জার্মানি।

প্রথম লেগের দেখায় জার্মানি ৩-১ গোলে হারিয়েছিলো নর্দান আয়ারল্যান্ডকে। জার্মান দলে নতুন কোন ইনজুরি সমস্যা নেই। তবে পুরনো চোটে এখনও মাঠের বাইরে জামাল মুসিয়ালা, কাই হ্যাভেটস, অ্যান্টনিও রুডিগার ও টের স্টেগেন।

অপরদিকে, ‘জে’ গ্রুপের ম্যাচে কার্ডিফে বেলজিয়ামকে আতিথ্য দেবে ওয়েলস। ম্যাচের জয়ী দলের সুযোগ থাকবে গ্রুপ টেবিলের শীর্ষে ওঠার।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন