১৩ অক্টোবর ২০২৫

হামজাকে বাংলাদেশের অধিনায়ক করার প্রস্তাব

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ০৪:০৩ এএম
হামজাকে বাংলাদেশের অধিনায়ক করার প্রস্তাব

বাংলাপ্রেস ডেস্ক:   হামজা চৌধুরীর বাংলাদেশ অভিষেক হয়েছে গেল মার্চে, ভারতের বিপক্ষে। তবে সেই ম্যাচ থেকেই তার পারফর্ম্যান্স তো বটেই, দলকে যেন মাঠে নেতৃত্ব দিচ্ছেন তিনি। দলকে উদ্বুদ্ধ করা, কোনো ভুলত্রুটি দেখিয়ে দেওয়া, সমস্যা হলে এগিয়ে যাওয়া, সবই করছেন তিনি। এবার সেই তাকে অধিনায়ক করার প্রস্তাব দিলেন সাবেক বাংলাদেশ অধিনায়ক আমিনুল হক। 

 

জাতীয় প্রেস ক্লাবের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সেটা উদ্বোধন করতে এসেই আমিনুল এই কথা বলেন।

আমিনুল বলছেন, ‘হামজার মতো একজন ফুটবলার যদি অধিনায়কত্ব করে তাহলে বাংলাদেশ দল অনেকটাই নির্ভার হবে। তার নেতৃত্ব দেওয়ার গুণাগুণ রয়েছে, তিনি লেস্টার সিটি ক্লাবে অধিনায়কত্ব করেছেন।’

হামজা বাংলাদেশ দলে খেলছেন ৫ মাস হলো। তবে ২৮ বছর বয়সী এই মিডফিল্ডার অভিষেকের আগেই ইংল্যান্ডের ফুটবলে খেলে অভিজ্ঞতার ঝুলি ভারি করেছেন। লেস্টার সিটির অধিনায়কত্বও করেছেন অনেক বার। এদিকে অভিষেকের পর থেকেই হামজা বাংলাদেশ দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছেন। সে কারণেই তাকে অধিনায়ক করার প্রস্তাব দিয়েছেন আমিনুল।

জামাল ভূঁইয়া শেষ অনেক দিন ধরে বাংলাদেশ দলের শুরুর একাদশে সুযোগ পাচ্ছেন না। তার অনুপস্থিতিতে কোনো দিন তপু বর্মণ, কোনো দিন আবার সোহেল রানার হাতে যাচ্ছে অধিনায়কত্বের বাহুবন্ধনী। এর একটা স্থায়ী সমাধান চান আমিনুল।

তিনি বলেন, ‘আমাদের যে বর্তমানে একেকজন একেক সময় দায়িত্ব দেওয়া হচ্ছে। এটা নিয়ে কনফিউশন বা দ্বিধা-দ্বন্দ্ব তৈরি হতে পারে, এটা খুবই স্বাভাবিক বিষয়। হামজা অধিনায়ক হলে কেউ দ্বিমত হবে না এবং আরও উৎসাহিত হবে। ফেডারেশন, টিম ম্যানেজম্যান্ট কিংবা ভবিষ্যতে হামজাকে অধিনায়কত্ব দায়িত্ব দিলে বাংলাদেশের ফুটবলে ইতিবাচক দিক উন্মোচন হবে।’

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন