১৫ অক্টোবর ২০২৫

বিয়ে ছাড়াই মা হলেন একতা কাপুর!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বিয়ে ছাড়াই মা হলেন একতা কাপুর!

বিনোদন ডেস্ক: বিয়ে না করেও যে সন্তান সুখ পাওয়া যায় তা প্রমাণ করে দিয়েছেন বলিউডের সেলিব্রিটিরা। তুষার কাপুর, করণ জোহরের মতো সেলিব্রিটিরা কারোর সঙ্গে সম্পর্কে না জড়িয়েও বাবা হয়েছেন। সেই তালিকায় এবার সামিল হলেন একতা কাপুরও৷ বিয়ে না করেই পেলেন মাতৃত্বের সুখ। থ্যাংকস টু সারোগেসি৷সারোগাসির মাধ্যমে মা হলেন ডেইলি সোপ ক্যুইন। গত ২৭ জানুয়ারি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম হয়েছে তার।

একতার সন্তান সুস্থ আছে। খুব তাড়াতাড়ি সন্তানকে বাড়ি নিয়ে আসবেন তিনি। ৪২ বছর বয়সী একতা মা হওয়ার আকাঙ্খার কথা আগেই জানিয়েছিলেন৷ একটি সাক্ষাতকারে জানিয়েছিলেন, তিনি মা হতে চান৷কিন্তু বিয়ে নয়৷ বিয়ে কবে করবেন সেই নিয়ে বিশেষ ভাবনাও চিন্তা নেই তাঁর৷ কারণ বিয়ে করার সময় নেই একতার কাছে৷ বরং তিনি স্পা যাওয়া বেশি প্রেফার করবেন৷একতার আগে তার ভাই তুষার কাপুরও সারোগেসির মাধ্যমে বাবা হয়েছিলেন৷ ২০১৬ সালে লক্ষ্য নামে পুত্র সন্তানের সিঙ্গল ফাদার হন তুষার৷ পরে তিনি জানান, বাবা হওয়ার অভিজ্ঞতা দারুণ৷ সেটা শব্দের মাধ্যমে বোঝানো সম্ভব নয়৷ঠিক একই পদ্ধিততে সিঙ্গল ফাদার হন করণ জোহর৷ তিনি এখন যশ ও রুহি নামে যমজ সন্তানের প্রাউড ফাদার৷ একে একে বহু সেলিব্রিটি সারোগেসি পদ্ধতিতে সন্তান লাভ করেছেন৷ সেই তালিকায় আছেন শাহরুখ খান, আমির খান, সানি লিওনি৷ তবে তারা সকলেই বিবাহিত৷

তথ্যসূত্র: মুম্বাই মিরর

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন