১৫ অক্টোবর ২০২৫

বিয়ের আগেই মেয়ের নাম ঠিক করলেন আলিয়া !

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বিয়ের আগেই মেয়ের নাম ঠিক করলেন আলিয়া !

বিনোদন ডেস্ক: খুব তাড়াতাড়ি নাকি বিয়ে করতে চলেছেন রণবীর-আলিয়া! নিজে মুখে একথা স্বীকার করেনি নতুন জুটি৷ তবে বি-টাউনের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে এমনই জল্পনা৷ সেই জল্পনার আঁচে এবার ঘি ঢাললেন আলিয়া নিজেই৷

সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের মেয়ের নাম স্থির করে ফেললেন তিনি৷ অনেকেই বলছেন, মুখে কিছু না বললেও নাকি বিয়ের পরিকল্পনা সেরে ফেলেছেন রণবীর-আলিয়া৷ আবার কেউ কেউ বলছেন শুধু বিয়েই নয়, ব্যস্ত জীবন থেকে সময় বাঁচিয়ে ফ্যামিলি প্ল্যানিংও শুরু করে ফেলেছেন দু’জনে৷

‘ব্রহ্মাস্ত্র’র সেটে মন দেওয়া নেওয়া সেরে ফেলেন রণবীর-আলিয়া৷ তারপর কখনও আইসক্রিম হাতে একসঙ্গে দু’জনকে দেখা গিয়েছে তাঁদের৷ আবার কখনও কাপুর পরিবারের সঙ্গে দেখা গিয়েছে আলিয়াকে৷ সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্টের পর ভাইরাল হতে বেশি সময় লাগেনি৷ রণবীর-আলিয়া জুটির চারহাত কবে এক হবে, দিনক্ষণ জানার জন্য আগ্রহী তাঁর অনুরাগীরা৷ যদিও বিয়ের কথা নিয়ে মুখ খুলতে নারাজ আলিয়া-রণবীর৷

দিনকয়েক আগে বিয়ের প্রসঙ্গে সাংবাদিকের প্রশ্নে মেজাজও হারিয়েছিলেন আলিয়া৷ তিনি বলেছিলেন, ‘‘গত বছরেই দীপিকা-রণবীর এবং প্রিয়াঙ্কা-নিকের বিয়ে দেখেছেন সকলে৷ আমার মনে হয় এবার একটু বিরতি নেওয়া উচিত৷ আমার বিয়ে নিয়ে না ভেবে এবার নিজেদের কথা ভাবুন৷ মন দিন নিজের কাজে৷’’ আলিয়ার এই কথায় যদিও কিছুটা হলেও হতাশ হয়েছিলেন তাঁর অনুরাগীরা৷ বিয়ের জল্পনার আগুনে ঘি ঢাললেন আলিয়া৷ সম্প্রতি একটি রিয়্যালিটি শো-তে দেখা গিয়েছে তাঁকে৷ বিয়ের আগেই একেবারে মেয়ের নাম ঠিক করে ফেলেছেন অভিনেত্রী৷ তিনি বলেন, ‘‘আলমা নামটি খুবই সুন্দর৷ আমি ঠিক করেছি মেয়ের নাম রাখব আলমা৷’’

আলিয়ার এই মন্তব্য শুনে অনেকেই বলছেন, বিয়ের আগেই পরিবার পরিকল্পনা শুরু করেছেন তিনি৷ একা আলিয়া নাকি রণবীরও তাঁর প্রেমিকার পথেই হাঁটছেন, সে বিষয়ে এখনও কিছুই জানা যায়নি৷

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন