১৫ অক্টোবর ২০২৫

বিয়ের পর সুখবর জানালেন প্রিয়াঙ্কা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বিয়ের পর সুখবর জানালেন প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক: বিয়ের পরই দর্শকদের সুখবর দিলেন প্রিয়াঙ্কা ৷ ভাবছেন তো পারিবারিক জীবন নিয়ে মুখ খুলেছেন তিনি৷ মানে বাড়িতে নতুন অতিথি আসার খবর দিয়েছেন প্রিয়াঙ্কা৷ কিন্তু না, এখনও এই চিন্তার সময় আসেনি৷ তার চেয়ে বরং খোলসা করেই বলা যাক৷ বেশ কয়েকদিন সিনে দুনিয়া থেকে দূরে থাকলেও আবারও ছবির জগতে ফিরছেন তিনি৷ অস্কারজয়ী ব্যারি লেভিনসনের পরিচালনায় ধর্মগুরু মা আনন্দ শীলার ভূমিকায় অভিনয় করবেন পিগি চপস৷

এ দেশের মেয়ে হলেও বর্তমানে বিদেশের বউ তিনি৷ বিয়ের হওয়ার আগেই যদিও হলিউডে পা রেখেছিলেন প্রিয়াঙ্কা৷ ‘কোয়ান্টিকো’ দিয়ে অভিষেক হয় তাঁর৷ এরই মাঝে সলমন খানের সঙ্গে ‘ভারত’ ছবিতে অভিনয়ের কথা ছিল পিগির৷ কিন্তু শুটিং শুরুর আগেই এই ছবি থেকে সরে আসেন প্রিয়াঙ্কা৷ বলিউডি ছবি ‘বেওয়াচ’-এ শেষবার দেখা গিয়েছিল তাঁকে৷ বি-টাউন থেকে সরে একটু একটু করে হলিউডে নিজের জায়গা তৈরি করেন প্রিয়াঙ্কা৷ একের পর এক ছবিও করেছেন তিনি৷ এরই মাঝে দিনকয়েক ‘দ্য স্কাই ইজ পিংক’ ছবির শুটিং করছিলেন নিক ঘরনি৷ কিছু সমস্যায় সে ছবির শুটিং আপাতত থমকে গিয়েছে৷ যদিও অভিনেত্রীর দাবি, খুব শীঘ্রই নাকি ‘দ্য স্কাই ইজ পিংক’ ছবির শুটিং শেষ হবে৷

শুধু ‘দ্য স্কাই ইজ পিংক’ না৷ প্রিয়াঙ্কা নিজেই জানালেন তাঁর হাতে রয়েছে আরও ছবির সুযোগ৷ ব্যারি লেভিনসনের পরিচালনায় নতুন একটি ছবিতে অভিনয় করার কথা রয়েছে তাঁর৷ মঙ্গলবার একটি অনুষ্ঠানে একথা জানান প্রিয়াঙ্কা৷ তিনি জানান,‘‘এই ছবিতে কোনও রোম্যান্টিসিজম নেই৷ পরিবর্তে ভারতীয় ধর্মগুরু মা আনন্দ শীলার ভূমিকায় অভিনয় করবেন তিনি৷ এটাই তাঁর চতুর্থ হলিউড ছবি৷’’ আমেরিকানদের মনে ভক্তির উদয় ঘটিয়েছিলেন এই ধর্মগুরু৷ তাকে নিয়েই ছবি তৈরি করছেন পরিচালক ব্যারি লেভিনসন৷ নেটফ্লিক্সে মা আনন্দ শীলাকে নিয়ে তথ্যচিত্র রয়েছে ৷ যা আমেরিকায় যথেষ্ট জনপ্রিয়৷ ওই তথ্যচিত্র দেখেই ছবি করার সিদ্ধান্ত নিয়েছেন ব্যারি লেভিনসন৷ ভারতীয় এই ধর্মগুরুকে নিয়ে বলিউডে ছবি তৈরির পরিকল্পনা শোনা গিয়েছিল৷ তবে এখন সেই গুঞ্জন একেবারেই ধামাচাপা পড়ে গিয়েছে৷

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন