-68eba6bfe183f.jpg)
বিয়ের প্রলোভনে ধর্ষনের অভিযোগে লম্পট হৃদয় আটক



মেহেরপুর প্রতিনিধি: প্রায় ৭ মাসেরও বেশি সময় ধরে দু’জনের মধ্যে মন দেওয়া নেওয়া চলে আসছে। এর মধ্যে ছেলে সানি হৃদয় মেয়েটিকে বিয়ের প্রলোভন দেখাতে শুরু করে। বিয়ের প্রলোভনে কলেজ ছাত্রী হৃদয়ের কথায় প্রথমে আপত্তি করলেও পরে সবকিছু করতে থাকে। এভাবে তাদের দুজনের মধ্যে বেশ কয়েকবার দৈহিক সম্পর্ক গড়ে ওঠে। সানি হৃদয় মেহেরপুরের গাংনী উপজেলার গোপালনগর গ্রামের দক্ষিণ পাড়ার সিঙ্গাপুর প্রবাসি রাজু ও সাগরিকা দম্পত্তির ছেলে। সানি এর আগে দু’বার মাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য হয়ে বাড়িতেই বসে থাকে।
রাজুর ছেলে হৃদয় একই গ্রামের মালয়েশিয়া প্রবাসির এক মেয়ের সাথে আগে থেকেই মন দেওয়া নেওয়া করে আসছিল। উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী ঐ মেয়ের মা জানান ঘটনার দিন রাত সাড়ে ১১টার দিকে হৃদয় মেয়ের ঘরে প্রবেশ করে এবং তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে দৈহিক সম্পর্ক গড়ে তোলে। মেয়ের মামা বিষয়টি বুঝতে পেরে উভয়কে আপত্তিকর অবস্থায় ঘর তালাবদ্ধ করে রাখে। আটকের কথা শুনে হৃদয়ের মা সাগরি খাতুন ৯৯৯ এ কল করে, খবর পেয়ে গাংনী থানা পুলিশ উভয়কে গাংনী থানা হেফাজতে নিয়ে আসে। এদিকে মেয়ে জানায় হৃদয়ের সাথে তার প্রায় ৭ মাস ধরে সম্পর্ক সে আমাকে বিয়ে করবে বলে একাধিক বার শারীরিক সম্পর্ক গড়ে তোলে। এদিকে মেয়ের মা ছেলের মা সাগরি খাতুনকে বিষয়টি সুরাহা করার জন্য বললে সাগরি খাতুন থানা পুলিশের সামনেই দম্ভোক্তির সাথে বলেন ‘৫০ বছর জেল হলেও ছেলেকে ঐ মেয়ের সাথে বিয়ে দেবনা।’ এ বিষয়ে গাংনী থানায় মেয়ের মা বাদি হয়ে গাংনী থানায় একটি অভিযোগ করেছেন বলে জানা যায়।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
-68eba6bfe183f.jpg)




নেত্রকোনার পূর্বধলায় ভাষা সৈনিক ইউনুস আলীর রাষ্ট্রীয় মর্যদায় দাফন সম্পন্ন
