১৪ অক্টোবর ২০২৫

বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহে কনসার্ট করবেন আলি জাফর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহে কনসার্ট করবেন আলি জাফর
বাংলাপ্রেস ডেস্ক:  পাকিস্তানের বন্যাদুর্গতদের সহায়তায় বিশেষ তহবিল সংগ্রহের জন্য কনসার্ট করবেন দেশটির প্রখ্যাত গায়ক আলি জাফর।  আগামী ২৭ সেপ্টেম্বর,লাহোরের আলহামরা কালচারাল কমপ্লেক্সে কনসার্টটি অনুষ্ঠিত হবে।
আলি জাফর জানান, কনসার্ট থেকে পাওয়া সব অর্থ ‘আলি জাফর ফাউন্ডেশন’র মাধ্যমে বন্যাদুর্গত পরিবারগুলোর পুনর্বাসনে ব্যয় করা হবে। এসব পরিবার ঘরবাড়ি, জীবিকা ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র হারিয়ে দুঃসহ পরিস্থিতিতে রয়েছে। আলি জাফর আরও ইঙ্গিত দিয়েছেন, কনসার্টে দেশের কয়েকজন শীর্ষস্থানীয় সংগীতশিল্পীও চমকপ্রদ পারফরম্যান্স করবেন। তবে কোন কোন সংগিতশিল্পী এ কনসার্টে উপস্থিত থাকবেন উল্লেখ করা হয়নি।  তবে অনুষ্ঠানের সময় ঘনিয়ে এলে তাদের নাম প্রকাশ করা হবে বলে জানা গেছে। আলি জাফরের আশা ও বার্তা এক আবেগঘন বিবৃতিতে আলি জাফর বলেন, ‘এই কনসার্ট কেবল সংগীত নয়, এটি একটি কণ্ঠস্বর। আসুন আমরা সবাই এক হয়ে তাদের পাশে দাঁড়াই, যারা এখনো সাহায্যের অপেক্ষায় আছে। আসুন আমরা আশার প্রদীপ হয়ে উঠি তাদের জন্য, যারা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন অনুভব করছে। ‘ আলি জাফরের কনসার্টেরর টিকেট বর্তমানে টিকেটওয়ালা (Ticketwala) ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। উল্লেখ্য, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ভয়াবহ বন্যায় ইতোমধ্যে ২০ লাখেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।  এছাড়া ভয়াবহ এ বন্যায় ৯ শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। [বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।] বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন