১৪ অক্টোবর ২০২৫

বোস্টনে ম্যাসাচুসেটস বিশ্ববিদ্যালয়ে ‘অপ্রমাণিত’ গুলির ঘটনায় বিব্রত পুলিশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বোস্টনে ম্যাসাচুসেটস বিশ্ববিদ্যালয়ে ‘অপ্রমাণিত’ গুলির ঘটনায় বিব্রত পুলিশ

 

নিজস্ব প্রতিবেদক: ম্যাসাচুসেটস স্টেট পুলিশ বৃহস্পতিবার ম্যাসাচুসেটস ইউনিভার্সিটি বোস্টন ক্যাম্পাসে গুলির ঘটনার একটি 'অপ্রমাণিত খবর” পাওয়ার পর সেখানে সাড়া দিয়েছে।

স্কুল কর্তৃপক্ষ প্রথমে জানিয়েছিল, যুক্তরাষ্ট্র সিনেটের এডওয়ার্ড এম. কেনেডি ইনস্টিটিউটের কাছে একটি “পুলিশ ইনসিডেন্ট” ঘটেছে। পরে সতর্কবার্তা হালনাগাদ করে জানানো হয়, ইউম্যাসের ইস্ট বিল্ডিং-এর একটি আবাসিক হলের কাছে “নিরাপত্তা হুমকি” রয়েছে। এরপর আরও ১৫ মিনিট পর আরেকটি সতর্কবার্তায় বলা হয়, ক্যাম্পাস সেন্টারের ভেতরে/কাছে “পুলিশ ইনসিডেন্ট” চলছে।

শিক্ষার্থীদের ওই এলাকা এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়। স্থানীয় সময় বিকেল ৫টার কিছু আগে ইউম্যাস নিশ্চিত করে যে বৃহস্পতিবার রাতের সব ক্লাস ও কার্যক্রম বাতিল করা হয়েছে এবং তদন্ত চলমান রয়েছে।

পুলিশ স্থানীয় গণমাধ্যম ডব্লিউবিটিএসকে জানিয়েছে, ক্যাম্পাসে গুলির ঘটনা বা অস্ত্রধারী ব্যক্তির উপস্থিতির কোনো প্রমাণ এখনো মেলেনি। ডব্লিউসিভিবি টেলিভিশনের ভিডিওতে দেখা গেছে, কর্মকর্তারা ক্যাম্পাসে প্রবেশ ও প্রস্থান করছেন।

প্রায় এক সপ্তাহ আগে ইউম্যাস লোয়েল ক্যাম্পাসে অস্ত্রধারী সন্দেহে শিক্ষার্থীদের আশ্রয়ে থাকতে বলা হয়েছিল। পরে পুলিশ একটি এয়ারসফট প্রতিরূপ বন্দুক উদ্ধার করে এবং সন্দেহভাজনকে একজন কিশোর হিসেবে শনাক্ত করে। এখনো পরিষ্কার নয়, তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়েছে কি না।

ইউম্যাস বিশ্ববিদ্যালয় হার্ভার্ড ইউনিভার্সিটি, বোস্টন ইউনিভার্সিটি এবং ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)-এর কাছাকাছি অবস্থিত। স্থানীয় সময় বিকেল ৫টা পর্যন্ত এসব বিশ্ববিদ্যালয়ের কোনো সক্রিয় নিরাপত্তা সতর্কতা জারি করা হয়নি।

এদিকে বৃহস্পতিবার, যুক্তরাষ্ট্রজুড়ে বেশ কয়েকটি ঐতিহাসিক কৃষ্ণাঙ্গ কলেজ ও বিশ্ববিদ্যালয়ে (এইচবিসিইউ) সম্ভাব্য হুমকির খবরের পর লকডাউন জারি করা হয়। ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের মধ্যে ছিল ভার্জিনিয়ার এট্ট্রিকে অবস্থিত ভার্জিনিয়া স্টেট ইউনিভার্সিটি, ভার্জিনিয়ার হ্যাম্পটন ইউনিভার্সিটি, লুইজিয়ানার ব্যাটন রুজে সাউদার্ন ইউনিভার্সিটি অ্যান্ড এ অ্যান্ড এম কলেজ, ফ্লোরিডার ডেটোনা বিচে বেথুন-কুকম্যান ইউনিভার্সিটি, জর্জিয়ার ক্লার্ক আটলান্টা ইউনিভার্সিটি এবং আলাবামার মন্টগোমারিতে আলাবামা স্টেট ইউনিভার্সিটি।

বৃহস্পতিবার বিকেল নাগাদ এসব স্কুলের অনেকেই লকডাউন প্রত্যাহার করেছে। উল্লিখিত সব ক্যাম্পাসেই বৃহস্পতিবারের ক্লাস ও কার্যক্রম বাতিল করা হয়। হ্যাম্পটন ইউনিভার্সিটি এবং সাউদার্ন ইউনিভার্সিটি অ্যান্ড এ অ্যান্ড এম কলেজ শুক্রবার পর্যন্ত ক্লাস ও কার্যক্রম বাতিলের ঘোষণা দেয়।

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।] বিপি। সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন