
বোস্টনের নাজদা আলম ফাউন্ডেশনের নারী ক্ষমতায়ন তহবিল সংগ্রহ ২৫ অক্টোবর


নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রে মুসলিম নারীদের স্থানীয় ও বৈশ্বিক সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে অংশগ্রহণকে উৎসাহিত করতে বোস্টনের অলাভজনক প্রতিষ্ঠান নাজদা আলম ফাউন্ডেশন (নাফ) আগামী শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ সংগঠনের বার্ষিক তহবিল সংগ্রহ অনুষ্ঠানের আয়োজন করেছে। বোস্টনের ইসলামিক সেন্টার (১২৬ বোস্টন পোস্ট রোড, ওয়েল্যান্ড, এমএ ০১৭৭৮)- এ ওইদিন সন্ধ্যা ৭টা থেকে ৯টা পর্যন্ত চলবে তহবিল সংগ্রহ অনুষ্ঠান।
অনুষ্ঠানে ফাউন্ডেশনের লক্ষ্য ও কার্যক্রম তুলে ধরা হবে, যার মধ্যে রয়েছে নাগরিক অংশগ্রহণ, শিক্ষা এবং ন্যায়বিচার প্রসারে কাজ করা, ভোটার সচেতনতা সেশন, সম্প্রদায়ভিত্তিক প্রচারণা, এবং বৈশ্বিক সংকট নিয়ে নির্মিত শিক্ষামূলক প্রামাণ্যচিত্র প্রযোজনা।
এ বছরের অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখবেন প্রতিষ্ঠাতা ও সভাপতি নাজদা আলম, এরপর মিডলসেক্স কাউন্টির জেলা অ্যাটর্নি মারিয়ান রায়ানকে পুরস্কার প্রদান করা হবে। মূল বক্তৃতা দেবেন ভারমন্ট অঙ্গরাজ্যের সিনেটর কেশা রাম হিন্সডেল।
এ বছর বিশেষ বক্তা হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে ইভা মিলোনাকে। তিনি একজন অভিবাসন আইনজীবীকে। তিনি ২০২১–২০২৫ মেয়াদে বাইডেন/হ্যারিস প্রশাসনের অধীনে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফর পার্টনারশিপ অ্যান্ড এনগেজমেন্ট এবং চিফ অব দ্য অফিস অব সিটিজেনশিপ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি (মিরা) MIRA (ম্যাসাচুসেটস অভিবাসী এবং শরণার্থী অ্যাডভোকেসি কোয়ালিশন) -এর সভাপতি ও সিইও (২০১০) এবং ন্যাশনাল পার্টনারশিপ ফর নিউ আমেরিকানস-এর সহ-প্রতিষ্ঠাতা ছিলেন। অভিবাসী নারী ও নাগরিক অংশগ্রহণে তার নেতৃত্ব ও প্রচেষ্টা যুক্তরাষ্ট্রজুড়ে সমাজকে অনুপ্রাণিত করেছে। অনুষ্ঠানে ফাউন্ডেশনের সাফল্য উদ্যাপন করা হবে এরপর নৈশভোজ ও ছবি তোলার মধ্য দিয়ে সন্ধ্যার সমাপ্তি ঘটবে।
কংগ্রেসওম্যান ক্যাথরিন ক্লার্ক ইতিমধ্যে ফাউন্ডেশনের নারী ক্ষমতায়নমূলক কার্যক্রমকে সহায়তা করার জন্য ৫০০ ডলারের স্পনসরশিপ দিয়েছেন। তার এই সহায়তায় বোস্টন এলাকার দশজন তরুণ-তরুণী অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ পাবে, যাতে ভবিষ্যৎ নেতৃত্ব এই অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত হয়।
অংশগ্রহণের জন্য নিবন্ধন করুন:
https://secure.actblue.com/donate/2nd-annual-dinner2
এছাড়া সাবেক ডিএনসি চেয়ার স্টিভ গ্রসম্যান এবং সিনেটর মার্কি-ও যথাক্রমে নাফ গালা ২০২৫ ও ফাউন্ডেশনের চলমান নারী ও কিশোরী উন্নয়নমূলক কার্যক্রমে ৫০০ ডলার করে স্পনসর করেছেন।
নাজদা আলম ফাউন্ডেশন যুক্তরাষ্ট্রজুড়ে মুসলিম নারীদের ক্ষমতায়নে কাজ করছে ভোটার নিবন্ধন অভিযান, অভিবাসন ও আইনি সচেতনতা সেশন এবং জনগণনা ও স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে। একই সঙ্গে ফাউন্ডেশন বৈশ্বিক মানবাধিকার ইস্যুতেও সক্রিয় যার অন্যতম উদাহরণ তাদের প্রশংসিত প্রামাণ্যচিত্র 'রোহিঙ্গা: নারীদের ওপর নৃশংসতা'। ভবিষ্যতে এমন আরও শিক্ষামূলক প্রামাণ্যচিত্র প্রযোজনার অঙ্গীকার করেছে সংস্থাটি। এই বার্ষিক তহবিল সংগ্রহ অনুষ্ঠানটি ন্যায়, সাম্য ও মানবিক মূল্যবোধে বিশ্বাসী নেতৃবৃন্দ, কর্মী এবং সম্প্রদায় সদস্যদের এক অনুপ্রেরণামূলক সমাবেশ হবে বলে নাজদা আলম ফাউন্ডেশনের নেতৃবৃন্দরা আশা প্রকাশ করেছেন।
বিপি।সিএস
আপনি এগুলোও পছন্দ করতে পারেন



যুক্তরাষ্ট্র প্রবাসী নাইটক্লাব ব্যবসায়ী বিএনপির মনোনয়নপ্রত্যাশী,সমালোচনার ঝড়


নিউ ইয়র্কের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের পরিকল্পনা বাংলাদেশি বাবা-ছেলের
