
যুক্তরাষ্ট্র প্রবাসী নাইটক্লাব ব্যবসায়ী বিএনপির মনোনয়নপ্রত্যাশী,সমালোচনার ঝড়


নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনা থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী একজন প্রবাসী ব্যবসায়ীকে ঘিরে তীব্র সমালোচনা শুরু হয়েছে। অভিযোগ উঠেছে, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নাইটক্লাব ব্যবসার আড়ালে তিনি মাদক ও নারীদের দ্বারা দেহ ব্যবসার সঙ্গে জড়িত। এ ঘটনায় বিএনপির ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক দলের একাধিক নেতাকর্মী এ অভিযোগ তুলে বলেন নেত্রকোনা থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী প্রবাসী ওই ব্যবসায়ীর বিরুদ্ধে বেশ কিছু গুরুতর অভিযোগ উঠেছে। তিনি নিউ ইয়র্কের একাধিক নাইটক্লাবে তার ব্যবসায়িক সম্পৃক্ততা রয়েছে। অভিযোগ রয়েছে, নাইটক্লাবের আড়ালে মাদক বিক্রি ও দেহ ব্যবসা চালানো হয়। দুবাইয়ে তার সঙ্গে অনৈতিক ব্যবসায় জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। মনোনয়ন চূড়ান্ত করতে তিনি শিগগির লন্ডন সফরের পরিকল্পনা করছেন বলেও জানান সূত্রটি।
লন্ডনে বসবাসরত তারেক রহমানের ঘনিষ্ঠ এক প্রভাবশালী সাংবাদিক এবং ঢাকার একটি পুরনো পত্রিকার যুগ্ম সম্পাদক তার সহযোগী হিসেবে কাজ করছেন বলে সূত্রটি জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম, স্থানীয় সূত্র এবং কিছু গোপন নথির ভিত্তিতে অভিযোগগুলোর প্রাথমিক প্রমাণ সংগ্রহ করা হয়েছে বলে জানা গেছে। বিষয়ে দলের ভাবমূর্তি নিয়ে শঙ্কা দিয়েছে বলে উল্লেখ করেন বিএনপির নেতাকর্মীরা। বাংলাদেশের মতো ধর্মীয়ভাবে সংবেদনশীল দেশে মাদক ও দেহ ব্যবসার অভিযোগ ভোটারদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ধরনের বিতর্কিত প্রার্থী মনোনয়ন প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হলে বিএনপির ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।
এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে দলীয় সূত্র জানিয়েছে, অভিযোগগুলোর সত্যতা যাচাই করতে তদন্ত চলছে।
বিপি/সিএস
আপনি এগুলোও পছন্দ করতে পারেন





নিউ ইয়র্কের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের পরিকল্পনা বাংলাদেশি বাবা-ছেলের
