-68eba6bfe183f.jpg)
বোয়ালমারীতে আধিপত্য বিস্তার নিয়ে বাড়িঘর ভাংচুর ও লুটপাট



বিপ্লব আহমেদ, ফরিদপুর থেকে: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের বেলজানী গ্রামে আ’লীগের দুই গ্রুপে আধিপত্য বিস্তার নিয়ে ৪ নম্বর ইউপি সদস্য তারিকুজ্জামান সবুজ মোল্যা (৪০), জাকির মোল্যা (৫০) ও তোজাম মোল্যার (৫২) বাড়িসহ কয়েকটি বাড়ীতে ব্যাপক ভাংচুর ও লুটপাট করেছে প্রতিপক্ষ মো. আলাউদ্দিন শেখ (৪০) ও টুলু মাতুব্বর (৫৫) এর লোকজন। আলাউদ্দিন শেখ ৪নম্বর ওয়ার্ড আ’লীগের সভাপতি। মঙ্গলবার (২৩.০৭.১৯) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এলাকাবাসি সূত্রে জানা যায় গত ১৫ জুলাই আলাউদ্দিন শেখের লোকজন স্থানীয় আ’লীগ নেতা সবুজ মেম্বরের সমর্থক জাকির মোল্যার বাড়ি হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। ওই ঘটনায় জাকির মোল্যা বাদী হয়ে সাত জনকে আসামি করে গত ২০ জুলাই বোয়ালমারী থানায় একটি মামলা করেন। মামলায় আসামিরা গত মঙ্গলবার জামিনে ছাড়া পায়।
এ সংবাদ পেয়ে আলাউদ্দিনের সমর্থকরা প্রতিপক্ষের আব্দুল আলীম মোল্যা (৫৫), মরিয়ম বেগম (৬৫) ও রহিমা বেগমকে (৬২) অতর্কিত হামলা চালিয়ে বেধড়ক মারপিট করে। এর রেশ ধরে সবুজ মেম্বারের সমর্থকরা আলাউদ্দিনের সমর্থক সোহেল মুন্সিকে (৩০) মারধর করে। পরে ক্ষিপ্ত হয়ে ওইদিন সন্ধ্যায় আলাউদ্দিন শেখ ও টুলু মাতুব্বরের নেতৃত্বে শতাধিক লোক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সবুজ মেম্বর ও তার তিন সমর্থক তোজাম মোল্যা, মোস্তাক শেখ ও জাকির মোল্যার বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে।
সবুজ মেম্বরের স্ত্রী আরজিনা বেগম বলেন, হামলাকারীরা তার ঘরে থাকা নগদ ৬৫ হাজার টাকা, আড়াই ভরি স্বর্ণালংকার, আসবাবপত্র, একটি মোটরসাইকেল ও জমির দলিলপত্র লুট করে নিয়ে যায়। এ ছাড়া ঘরে থাকা ফ্রিজ, আলমারী, টিভি শোকেচসহ আসবাপত্র ভাংচুর করে। একই ভাবে অন্যদের বাড়িতে হামলা ও লুটপাট চালায় তারা। এ ছাড়া সবুজ মেম্বর গ্রুপের দিলা মাতুব্বর ও মধু মোল্যার তিন লাখ টাকা মূল্যের ৪টি গরু লুট করে নিয়ে যায়।
এ ব্যাপারে ইউপি সদস্য তারিকুজ্জামান সবুজ মোল্যা মোবাইল ফোনে বলেন, আলাউদ্দিন ও টুলুর লোকজন প্রায়ই তার সমর্থকদের বিনা কারণে মারধর করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছে। আলাউদ্দিন মাতুব্বরের মোবাইল ফোনে একাধিকবার ফোন করলে তিনি রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি।
এ ব্যাপারে অফিসার ইনচার্জ একেএম শামীম হাসান বলেন, আধিপত্য বিস্তার নিয়ে এ ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে বেলজানী গ্রামের কালাম (৫৫) নামে একজনকে আটক করে আদালতে চালান দেয়া হয়েছে। এ ঘটনায় কোন পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
-68eba6bfe183f.jpg)




নেত্রকোনার পূর্বধলায় ভাষা সৈনিক ইউনুস আলীর রাষ্ট্রীয় মর্যদায় দাফন সম্পন্ন
