১৪ অক্টোবর ২০২৫

বোয়ালমারীতে আন্ত:জেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বোয়ালমারীতে আন্ত:জেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বিপ্লব আহমেদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) বৃহস্পতিবার (২৫.০৫.২৩) রাতে অভিযান চালিয়ে বোয়ালমরী থেকে আন্ত.জেলা মোটরসাইকেল চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে। তাদের নিকট থেকে দুটি চোরাই মোটরসাইকেলও উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় স্থানীয় থানায় মামলা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের প্রদত্ত প্রেস রিলিজ থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাত ১০.৩০ মিনিটে উপজেলার চতুল ইউনিয়নের বাইখির চৌরাস্তা হাসিনা টাওয়ারের সামনে আব্দুল্লাহ শেখ এবং মো. সুমন মোল্যাকে একটি কালো/লাল রঙের পালসার এবং কালো/লাল রঙের ডিসকভার মোটরসাইকেলসহ আটক করে। মোটরসাইকের দুটির মূল্য ২ লাখ ২৫ হাজার টাকা। আটককৃত আব্দুল্লাহ ও সুমন মোল্যার তথ্যমতে মো. নাইমুর রহমান নাইম এবং তাঁর ভাই মো. ওহিদুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। ওহিদুর রহমান চতুর ৬নং ওয়ার্ডের সাবেক সদস্য এবং যুবলীগ নেতা। এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের এসআই মো. ইমানুর হোসেন বাদি হয়ে শুক্রবার (২৬.০৫.২৩) বোয়ালমারী থানায় ৩৭৯/৪১১/৪১৩ ধারায় মামলা দায়ের করেছেন। মামলা নং ১৮। পলাতক আসামি নাহিদ ফকিরসহ অন্যদের গ্রেপ্তারে বিশেষ অভিযান অব্যহত রয়েছে। আব্দুল্লাহ গত ইউপি নির্বাচনে এক চেয়ারম্যান প্রার্থীদের মোটরসাইকেল চালক হিসেবে নিয়োজিত ছিলেন। বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম সুমন বলেন, মোটরসাইকেল চোরদের নামে থানায় মামলা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের গোয়েন্দা পুলিশ জেলা থেকেই সরাসরি আদালতে চালান করে দিবে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন