১৪ অক্টোবর ২০২৫

বোয়ালমারীতে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বোয়ালমারীতে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার
বিপ্লব আহমেদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকালে এক গৃহবধ‚র ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম রূপসী খাতুন (১৯)। তিনি উপজেলার গুনবহা ইউনিয়নের চাপলডাঙ্গা গ্রামের মো. তাইজুদ্দিনের ছেলে মো. নাঈম শেখের (২০) স্ত্রী। নাঈম শেখ পেশায় সেলুন ব্যবসায়ী। নিহতের বাবার বাড়ি একই ইউনিয়নের চরধোপাপাড়া গ্রামে। রূপসী মো. রেজাউল শেখের মেয়ে। নিহতের স্বামী নাঈম শেখ জানান, মঙ্গলবার সকালে রান্না করা নিয়ে স্ত্রী রূপসীর সাথে তার কথা কাটাকাটি হয়। পরে সকাল ১০টার দিকে রূপসী তার কক্ষের আড়ার সাথে নিজের ওড়না গলায় পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে। সাথে সাথে তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক ডা. আন্না সুলতানা বলেন, আমরা ওই গৃহবধ‚কে মৃত অবস্থায় পেয়েছি। তার গলায় ফাঁসের দাগ ছিল। এ ব্যাপারে লাশ উদ্ধারকারী কর্মকর্তা বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক উত্তম কুমার সেন বলেন, খবর পেয়ে লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন