১৫ অক্টোবর ২০২৫

বোয়ালমারীতে সড়ক পাকা করণের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বোয়ালমারীতে সড়ক পাকা করণের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

ফরিদপুর থেকে সংবাদদাতা: ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার ৫নং ওয়ার্ডের উত্তর শিবপুর খাঁ পাড়ার মোড় থেকে আফছার শেখের বাড়ি পর্যন্ত ১কিঃমিঃ কাচা সড়ক পাকা করণের দাবীতে এলাকাবাসী মানববন্ধন করেছে।

মঙ্গলবার (২০.০৮.১৯) সকাল ১১টায় শিক্ষার্থীসহ ৫শতাধি এলাকাবাসী এ মানবন্ধনে অংশগ্রহণ করে। জানা যায়, ১৯৯৯ সালের ২৮ জুন তৎকালীন আওয়ামীলীগ সরকার বোয়ালমারী পৌরসভা ঘোষনা করেন। ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত পৌরসভাটি ২০১৫ সালে প্রথম শ্রেণিতে উন্নিত হলেও ৫নং ওয়ার্ডটিতে এখন পর্যন্তু কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি। এর মধ্যে উত্তর শিবপুর খাঁ বাড়ির মোড় থেকে আফছার শেখের বাড়ি পর্যন্তু প্রায় ৫হাজার মানুষের বসবাস। প্রতিদিন এ রাস্তা দিয়ে এলাকার জনসাধারণসহ প্রায় ৫শতাধিক শিক্ষার্থী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বাজারে যাতায়াত করে। সামান্য বৃষ্টিতেই এক হাটু কাঁদার ভিতর দিয়ে যাতায়াত করতে হয় তাদের।

এ ওয়ার্ডের মধ্যেই বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্স অবস্থিত হলেও যেকোন অসুস্থ রোগীকে স্বাস্থ্য কমপ্লেক্সে আসতে পোহাতে হয় চরম ভোগান্তি। সামান্য বৃষ্টি হলেই সাধারণ ভ্যান গাড়িও যাতায়াতের অনুপযোগী হয়ে পড়ে রাস্তাটি। এ এলাকা থেকে বোয়ালমারী বাজারে সবজিসহ ফলমূলের যোগান সবচেয়ে বেশি হলেও রাস্তাটি পাকা করণের ব্যাপারে পৌর ও স্থানীয় প্রশাসন একেবারেই উদাসীন। মানববন্ধনে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মোঃ আবু-জাফর মিয়া, ৫নং ওয়ার্ড আ’লীগের প্রচার সম্পাদক শেখ জাহাঙ্গীর আলম, ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. শাহজাহান, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. ইকবল শেখ, বাহিরবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান, শিবপুর ব্রাক স্কুলের প্রধান শিক্ষক মোসা. সালেহা বেগম, মো. মফিজুর রহমান প্রমুখ। এ রাস্তাটি পাকা করনের ব্যাপারে বোয়ালমারী পৌর মেয়র মো. মোজাফফর হোসেন মিয়া বলেন, ভবিষ্যতে রাস্তাটি পাকা করনের পরিকল্পনা রয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন