
বুলবুলের সুর ও সঙ্গীতেই আমার প্রথম গান: রুনা লায়লা



বাংলাপ্রেস বিনোদন দপ্তর : গত মঙ্গলবার ভোরবেলায় পরপারে পাড়ি জমান উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল। তাকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সঙ্গীতশিল্পী রুনা লায়লা বলেন,‘ বুলবুলের সুর সঙ্গীতে আমার প্রথম গান ছিলো ও বন্ধুরে প্রাণও বন্ধুরে, কবে যাবো তোমার বাড়ি পিন্দিয়া গোলাপী শাড়ি গানটি। প্রথম গানটিই সেই সময় বেশ জনপ্রিয়তা অর্জন করেছিলো।
এরপর আরো অনেক গান গেয়েছি বুলবুলের সুর সঙ্গীতে। যেহেতু বুলবুল নিজেই গান লিখতো। তাই তার প্রতিটি গানের সুর সঙ্গীতায়োজন একটু অন্যরকমই হতো। যা শ্রোতাদের মন ছুঁয়ে যেতো। বুলবুুল তার নিজের সুরে আমার একটি অ্যালবামও করেছিলো। একজন শিল্পীকে স্বাধীনতা দিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করতেন। শিল্পীকে গান বুঝিয়ে দিয়ে শিল্পীর নিজের মতো করেই গাইতে বলতেন। যে কারণে শিল্পী অনায়াসে গান গাইতেন। প্রয়াত চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘শিল্পী’ সিনেমাতে আমি অভিনয় করেছিলোম।
এই সিনেমাতে একটি উর্দু গান ছিলো তেরি জুলফে। একটি ভার্সনে কন্ঠ দিয়েছিলেন সুবীরনন্দী ও শাকিলা জাফর। আরেকটি ভার্সনে আমি গেয়েছিলাম। এই গানটির সঙ্গীত পরিচালক হিসেবে বুলবুল কাজ করেছিলেন। এটা সত্যিই অস্বীকার করার কোন উপায় নেই যে আহমেদ ইমতিয়াজ বুলবুল একজন মেধাবী সঙ্গীত পরিচালক ছিলেন। তার এই অকালে চলে যাওয়ায় সত্যিই আমাদের সঙ্গীতাঙ্গনে অপূরণীয় ক্ষতি হয়েগেলো। আমি বুলবুলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। সেইসাথে আল্লাহ যেন তাকে বেহেস্ত নসীব করেন সেই দোয়াও করি।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন





