
ব্যাংক থেকে স্বর্ণ গায়েব হয়ে যায়নি : কাদের

বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম

বাংলাপ্রেস অনলাইন: বাংলাদেশ ব্যাংকের ভল্ট থেকে স্বর্ণ গায়েবের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি গেলো ৯ বছর আন্দোলন করে সফল হতে না পেরে, এখন যে কোনো বিষয়কেই ইস্যু করে আন্দোলন গড়ে তুলতে চায় বলে মন্তব্য করেন তিনি। বুধবার টঙ্গীতে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি।
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, 'তারা (বিএনপি) যেকোনো ইস্যু পাবার জন্য পাগল হয়ে গেছে। খুবই ক্রেজি হয়ে গেছে। তথ্য প্রমাণ কতটুকু সেটা না যাচাই করে, হুট করে মন্তব্য করলো যে বাংলাদেশ ব্যাংকের ভোল্ট থেকে স্বর্ণ গায়েব হয়ে গেছে।'
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন



রাজনীতি
পদ স্থগিতাদেশ প্রত্যাহারের বাকি ৪৩ দিন, বিএনপিতে থাকছেন কি ফজলুর?
২০ ঘন্টা আগে
by বাংলা প্রেস


