
চাঁদপুর-ফরিদপুর শরীয়তপুরে আজকেই পালিত হচ্ছে ঈদ

বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম


বাংলাপ্রেস ডেস্ক: সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন জেলায় আজ উদযাপন করা হয়েছে পবিত্র ঈদুল ফিতর।
সৌদি আরবের সাথে মিল রেখে বাংলাদেশের চাঁদপুর, ফরিদপুর, শরীয়তপুরসহ বিভিন্ন স্থানে ঈদুল ফিতর উদযাপন করছে মানুষ।
চাঁদপুরের ৪০ গ্রামের লক্ষাধিক মানুষ ঈদ উদযাপন করছেন। সামাজিক দূরত্ব নিশ্চিত করে ফরিদপুরের বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলার দশটি গ্রামে ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।
নামাজ শেষে তারা সামাজিক দূরত্ব নিশ্চিত করে একে অপরের সাথে সৌহার্দ বিনিময় করেন। তবে করোনাভাইরাসের কারণে কেউ কোলাকুলিতে অংশ নেয়নি। সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করছে শরীয়তপুরের ৩০ গ্রামের প্রায় ১০ হাজার পরিবার।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন





বাংলাদেশ
‘তিন-শূন্য বিশ্ব’ গঠনই বিশ্ব বাঁচানোর একমাত্র পথ: প্রধান উপদেষ্টা
১২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
