
চার্লি কির্কের মৃত্যুতে উচ্ছ্বাস প্রকাশ না করতে অভিবাসীদের সতর্ক করল পররাষ্ট্র দপ্তর


ইমা এলিস: যুক্তরাষ্ট্রের রক্ষণশীল প্রভাবশালী চার্লি কির্কের মৃত্যু নিয়ে প্রশংসা বা উচ্ছ্বাস প্রকাশ না করতে দেশটিতে অবস্থানরত 'বিদেশিদের' সতর্ক করেছেন পররাষ্ট্র দপ্তর। একজন শীর্ষ কর্মকর্তা বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্টে এ সতর্কবার্তা দেন। বুধবার উটাহতে এক অনুষ্ঠানে গুলিবিদ্ধ হয়ে নিহত হন কির্ক।
মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ডেপুটি সেক্রেটারি ক্রিস্টোফার ল্যান্ডাউ বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্টে বলেন, 'একজন শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্বের ভয়াবহ হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে আমি স্পষ্ট করতে চাই, যারা সহিংসতা ও ঘৃণাকে মহিমান্বিত করে তারা এই দেশে স্বাগত নয়।'
তিনি আরও বলেন, আমি সামাজিক মাধ্যমে কিছু মানুষকে এ ঘটনার প্রশংসা করতে, যুক্তি দেখাতে বা হালকাভাবে নিতে দেখেছি, যা অত্যন্ত ঘৃণ্য। এ বিষয়ে আমাদের কনস্যুলার কর্মকর্তাদের উপযুক্ত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছি। বিদেশিদের এমন মন্তব্য আমার নজরে আনতে দ্বিধা করবেন না, যাতে স্টেট ডিপার্টমেন্ট আমেরিকান জনগণকে সুরক্ষিত রাখতে পারে।
পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের হোয়াইট হাউসে প্রত্যাবর্তনের পর থেকে প্রশাসন ৬ হাজারেরও বেশি শিক্ষার্থী ভিসা বাতিল করেছে। এর বেশিরভাগই হামলা, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, চুরি বা সন্ত্রাসবাদে সহায়তার অভিযোগে বাতিল করা হয়েছে।
প্রশাসন প্রো-প্যালেস্টিনীয় ক্যাম্পাস বিক্ষোভে অংশ নেওয়া আন্তর্জাতিক শিক্ষার্থীদেরও লক্ষ্যবস্তু করেছে, তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে দাবি করেছে। কয়েকজন শিক্ষার্থী বহিষ্কার প্রক্রিয়ার বিরুদ্ধে আপত্তি তুলেছেন।
বুধবার উটাহ ভ্যালি ইউনিভার্সিটিতে কির্ক হত্যার ঘটনায় রিপাবলিকান ও ডেমোক্র্যাট— উভয় দলীয় আইনপ্রণেতারাই রাজনৈতিক সহিংসতার নিন্দা জানিয়েছেন।
এদিকে সন্দেহভাজন হামলাকারীর খোঁজে তল্লাশি চলছে। সন্দেহভাজনকে গ্রেপ্তারের তথ্য দিলে ১ লাখ ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে এফবিআই। সংস্থার সল্ট লেক সিটি অফিস ইতিমধ্যেই এক সন্দেহভাজন ব্যক্তির ছবি প্রকাশ করেছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, কির্ককে হত্যায় ব্যবহৃত হয়েছে বলে ধারণা করা রাইফেলটি তারা উদ্ধার করেছে।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।] বিপি। সিএসআপনি এগুলোও পছন্দ করতে পারেন





গাজা শান্তি সম্মেলনে ইতালির প্রধানমন্ত্রীকে ‘সুন্দরী’ বললেন ট্রাম্প
