
ছাবেদ সাথীর কবিতা : ইয়াসমিন তার নাম

বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম

একটি মেয়ের খুনের কথা শুনলে বলবে আ-হা রে
হাসিনা তখন বিরোধী নেতা খালেদা ছিলো পাওয়ারে ।
যাত্রী সে নাইট কোচের দিনাজপুরের মেয়ে
দশ মাইলে নামলো যখন আসলো পুলিশ ধেয়ে।
কোথায় যাবে এত রাতে পুলিশ ব্যাটা কয়
ওদের ভ্যানে উঠলে নাকি থাকবেনা তার ভয়।
পুলিশ ভ্যানে উঠলো যখন রেপ করেছে ওরা
খুন হয়েছে ওই মেয়েটি হয়নি বাড়ি ফেরা।
শান্ত জেলার মানুষ গুলো হঠাৎ হলো গরম
পুলিশ তখন বেপরোয়া একটুও নাই শরম।
নিলর্জ্জ ওই পুলিশ গুলো মিছিলে চালায় গুলি
লোক মেরেছে আরও ক’জন উড়িয়ে দিল খুলি।
সেই মেয়েটির গল্প শুনে বলেন সবাই আ-হা রে
খালেদাও নেই হাসিনাও নেই ইউনূস আছেন পাওয়ারে।
জীবন ইজ্জত সবই দিলো ইয়াসমিন তার নাম
হাসিনা-খালেদা কেউ কোনদিন দিলোনা তার দাম।
যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সাহিত্য
২ সপ্তাহ আগে
by বাংলা প্রেস




সাহিত্য
‘লেখক-প্রকাশকের বিশ্বাসের জায়গা তৈরি করেছিলেন প্রকাশক মহিউদ্দীন আহমদ’
২ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
