১৩ অক্টোবর ২০২৫

যুক্তরাষ্ট্র প্রবাসী কবি আকরাম ভূঁইয়ার প্রথম কাব্যগ্রন্থ ‘হে মানবজাতি, কোথায় তোমার মানবতা’ প্রকাশিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
যুক্তরাষ্ট্র প্রবাসী কবি আকরাম ভূঁইয়ার প্রথম কাব্যগ্রন্থ ‘হে মানবজাতি, কোথায় তোমার মানবতা’ প্রকাশিত
  নোমান সাবিত: যুক্তরাষ্ট্রের বোস্টন প্রবাসী কবি আকরাম ভূঁইয়ার সাহিত্যজীবনের এক নতুন অধ্যায় সূচিত হলো। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘হে মানবজাতি, কোথায় তোমার মানবতা’, যা ইতোমধ্যেই পাঠকসমাজে আগ্রহ ও আলোচনার জন্ম দিয়েছে। মানবতা, সহানুভূতি, সমাজ-রাজনীতি এবং প্রবাসজীবনের অভিজ্ঞতা—এই চারটি স্তম্ভকে ভিত্তি করেই গড়ে উঠেছে কবির এই কাব্যসংকলন। কবিতাগুলোতে তিনি তুলে ধরেছেন আজকের বিশৃঙ্খল পৃথিবীতে মানবতার সংকট, অনৈতিকতা এবং সহনশীলতার অভাবের মতো বিষয়গুলো। প্রকাশনা অনুষ্ঠানটি সম্প্রতি বোস্টনের এক সাহিত্য-আড্ডায় অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন পেশাজীবী, লেখক, কবি ও সংস্কৃতিপ্রেমীরা। বক্তারা বলেন, আকরাম ভূঁইয়ার কাব্যভাষা সরল হলেও তা গভীরভাবে প্রাসঙ্গিক এবং প্রশ্ন জাগানিয়া। কবি আকরাম ভূঁইয়া জানান, 'আমি বিশ্বাস করি কবিতার শক্তি সমাজ পরিবর্তনে ভূমিকা রাখতে পারে। আজকের এই অস্থির ও বৈষম্যমূলক সময়েই মানবতার প্রশ্নটি আমাদের সামনে নতুন করে তোলা জরুরি হয়ে পড়েছে।' গ্রন্থটি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের একটি বাংলাদেশি প্রকাশনা সংস্থা সুখ প্রকাশনা। শিগগিরই এটি বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশেও অনলাইনে পাওয়া যাবে বলে প্রকাশক জানিয়েছেন। প্রবাসে বাংলা সাহিত্য চর্চার ধারাবাহিকতায় ‘হে মানবজাতি, কোথায় তোমার মানবতা’ একটি গুরুত্বপূর্ণ সংযোজন বলেই মনে করছেন বোস্টনের সাহিত্য-সংগঠকরা। এই কাব্যগ্রন্থ পাঠকদের শুধুই কবিতার স্বাদ দেবে না, বরং ভাবাবে—মানবজাতির ভবিষ্যৎ নিয়ে। কবি আকরাম ভূঁইয়া মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার অন্তর্গত বাসাইল গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফলিত পদার্থবিদ্যায় এমএসসি এবং পরে ম্যাসাচুসেটসের টাফস ও নর্থইস্টার্ণ বিশ্ববিদ্যালয় থেকে এমএস, ইঞ্জিনিয়ারিং-এ পিএইচডি অর্জন করেন। তিনি মেশিন ভিশন সিস্টেম, উচ্চ শক্তি কণা পদার্থবিদ্যা, যন্ত্রের নকশা, চৌম্বকীয় পদার্থ এবং ডিভাইস ইলেকট্রনিক্স বিষয়ে গবেষণার নিবন্ধ প্রকাশ করেন। বর্তমানে তিনি সপরিবারে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনে বসবাস করছেন। হে মানবজাতি, কোথায় তোমার মানবতা বইটি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের কানেকটিকাটের সুখ প্রকাশনা। বইয়ের মুল্য নির্ধারণ করা হয়েছে ২০ ডলার। শিগগির প্রবাসের বিভিন্ন অঙ্গরাজ্যের বাংলা বইয়ের দোকানে এ বইটি পাওয়া যাবে। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

খাঁচা
সাহিত্য

খাঁচা

২ সপ্তাহ আগে by বাংলা প্রেস