-68eba6bfe183f.jpg)
ছাদের উপর ক্রিকেট খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু


জাহেদুল ইসলাম, কক্সবাজার থেকে :কক্সবাজারের চকরিয়া উপজেলার সায়মা প্লাজা নামক একটি বিল্ডিংয়ের ছাদে ক্রিকেট খেলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পংকিরাজ জলদাস(১৩)নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত কিশোর ছায়রাখালী এলাকার মৃত কবিল জলদাশের ছেলে।এবং উক্ত এলাকার রাজ ফার্নিচার মার্ট নামক একটি দোকানের কর্মচারী।নিহতের পূর্বের বাড়ি কৈয়ারবিল ইউনিয়নের জলদাশ পাড়ায় বলে জানাযায়।
৩০(আগস্ট)শুক্রবার বিকাল ৫ টার দিকে মর্মান্তিক এ দূর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানায়,শুক্রবার বিকালে পুরাতন বিমান বন্দর রোড়স্থ সায়মা প্লাজর ছাদে নিহত কিশোরসহ তিনজন সহপাঠী মিলে ক্রিকেট খেলতে যায়।ক্রিকেট খেলার এক পর্যায়ে পংকিরাজ বল খোঁজতে গিয়ে হঠাৎ ছাদ সংলগ্ন বৈদ্যুতিক তারে জড়িয়ে পুরো শরীর ঝলসে যায়।চকরিয়া ফায়ার সার্ভিস ও ডিফেন্সের স্টেশন অফিসার মো.সাইফুল হাসান জানান,উক্ত দুর্ঘটনার সংবাদ পেয়ে স্থানীয়দের সহয়তায় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে গুরুত্বর আহত অবস্থায় কিশোরকে উদ্ধার করতে সক্ষম হয়।
বিষয়ে চকরিয়া থানার পুলিশ পরিদর্শক(ওসি)তদন্ত এ.কে,এম শফিকুল আলম চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি বাংলাপ্রেসকে বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে একদল পুলিশ পাঠানো হয়েছে।এব্যপারে নিহতের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
-68eba6bfe183f.jpg)




নেত্রকোনার পূর্বধলায় ভাষা সৈনিক ইউনুস আলীর রাষ্ট্রীয় মর্যদায় দাফন সম্পন্ন
