-68eba6bfe183f.jpg)
চিলমারীতে গ্যাস লাইটের আগুনে শিশুসহ সব পুড়ে ছাই

বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম


এজি লাভলু, কুড়িগ্রাম থেকে: কুড়িগ্রামের চিলমারীতে গ্যাস লাইটের আগুনে পুড়ে ইয়া মনি নামে দুই মাস ২২ দিন বয়সি এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (৩ আগষ্ট) দুপুরে উপজেলার অষ্টমীর চর ইউনিয়নের পুর্ব নটারকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। অষ্টমীর চর ইউপি চেয়ারম্যান আবু তালেব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে পুর্ব নটারকান্দি গ্রামের আমিনুল ইসলামের বাড়িতে ছোট বাচ্চারা গ্যাস লাইট নিয়ে খেলছিল। এ সময় গ্যাস লাইটের আগুন খড়ের ঘরে লাগলে তা দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে।
আগুনে আমিনুল ইসলামের দুই মাস ২২ দিন বয়সি এক শিশু কন্যা পুড়ে কয়লা হয়ে যায়। এ ছাড়াও ঘরে রক্ষিত কাপড়-চোপড়, ধান-চালসহ প্রায় ২ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার পরপরই স্থানীয় অষ্টমীর চর ইউপি চেয়ারম্যান আবু তালেব ফকির ঘটনাস্থল পরিদর্শ করেন।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
-68eba6bfe183f.jpg)




অন্যান্য
নেত্রকোনার পূর্বধলায় ভাষা সৈনিক ইউনুস আলীর রাষ্ট্রীয় মর্যদায় দাফন সম্পন্ন
৩ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
