
চিত্রনায়িকা মৌসুমীর রাজনীতি নিয়ে নানা গুঞ্জন !



বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা মৌসুমী একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন ফরম ক্রয়ের পর থেকেই চিত্রপাড়ায় নানা রকম খবর ছড়িয়ে পড়ে। সংবাদ প্রকাশিত হয়েছে যে মৌসুমী জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন (জাসাস) করতেন। এমনকী তাকে সক্রিয় সদস্যও হিসেবেও উল্লেখ করা হয়। আলোচনা হচ্ছে ওমর সানীর সমর্থনেই মৌসুমী জাসাস করতেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন স্বামী ওমর সানী। তিনি বৃহস্পতিবার দুপুরে সংবাদমাধ্যমকে বলেন, ‘মৌসুমী জাসাসের প্রোগ্রামে গিয়েছিল। রাষ্ট্র ক্ষমতায় বিএনপি ক্ষমতায় ছিল, জাসাসের আমন্ত্রণে গিয়ে দেখে সেখানে তারেক রহমান। কিন্তু কোনো আমন্ত্রণে যাওয়া মানেই কিন্তু সেই দলের সদস্য হয়ে যাওয়া নয়। আমি চ্যালেঞ্জ করলাম পৃথিবীর কেউ যদি প্রমাণ করতে পারে মৌসুমী জাসাস করতো তাহলে আমি প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে সকলের কাছে হাতজোর মাফ চাইবো।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন





