
চট্টগ্রামে লোহার ডিপোতে বিস্ফোরণ, দগ্ধ ৮


বাংলাপ্রেস ডেস্ক: নগরীর পাহাড়তলী থানা এলাকায় সাগরিকা রোড এ লোহার ডিপোতে হাইড্রোলিক বিস্ফোরণে ৮ জন দগ্ধ হয়েছেন।
শনিবার দিবাগত রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। এদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন- মো. আব্দুল কাদের (৬০), মো আবুল কাসেম (৬০), মেইন কন্ট্রাক্টর মো. করিম (২৯), আব্দুল জলিল (৫৫), আবুল বশর খান বয়স (৬০), জামাল হোসেন (৩৮) মো. রাসেল (২৮) ও মো. বাহার উদ্দিন (৪০)।
পুলিশ ও প্রত্যকক্ষদর্শীরা জানান, পাহাড়তলী থানা এলাকায় সাগরিকা রোড এ লোহার একটি ডিপুতে হঠাৎ হাইড্রোলিক বিস্ফোরণ ঘটে। এতে আগুন ধরে গেলে ডিপোতে কর্মরত ৮ জন দগ্ধ হয়ে আহত হন। তাদের চমেক হাসপাতালে নিয়ে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ৩৬নং বার্ন ওয়ার্ডে ভর্তি দেন।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন




-20241021080600.jpg)
