১৪ অক্টোবর ২০২৫

দেবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের উদ্যোগে ভিক্ষুকদের খাদ্যসামগ্রী ও নগদ টাকা বিতরণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
দেবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের উদ্যোগে ভিক্ষুকদের খাদ্যসামগ্রী ও নগদ টাকা বিতরণ

শেখ ফরিদ, দেবীগঞ্জ (পঞ্চগড়) : সামাজিক দুরত্ব বজায় রেখে পঞ্চগড়ের দেবীগঞ্জে ভিক্ষুকদের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ টাকা বিতরণ করা হয়েছে।

আজ শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সোনাহার এলাকায় গ্রামীণ ব্যাংক শাখার উদ্যোগে অফিস চত্বরে প্রায় অধশতাধিক ভিক্ষুকদের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ টাকা বিতরণ করা হয়। ভিক্ষুকদের হাতে খাদ্য সামগ্রী ও নগদ টাকা তুলে দেন, গ্রামীণ ব্যাংকের জোনাল ম্যানেজার হাফিজুর রহমান,এরিয়া ম্যানেজার হুমানয়ুন কবীর, গ্রামীন ব্যাংক সোনাহার শাখার ম্যানেজার আশফাকুর রহমান সোহেল।

খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে. চাল ৩০ কেজি,মুসর ডাল ৪ কেজি, তেল ২ কেজি,আলু,৮ কেজি,পিয়াছ ২ কেজি,লবণ ২কজি,সাবান ৪ পিস ,মাস্ক ও নগদ ৬২০টাকা দেয়া হয়। খাদ্য সামগ্রী পাওয়া নিরতী রানী ও আহেদা খাতুন জানান, এই অভাবের দিনতো হামরা চাল-ডাল-তেল ও ৬২০ টাকা পাইছি।

এতে হামরা খুশি হইছি।গ্রামীণ ব্যাংক নীলফামীর অঞ্চলের জোনাল ম্যানেজার হাফিজুর রহমান বাংলাপ্রেসকে জানান, আমরা গ্রামীণ ব্যাংক গরীব মানুষদের নিয়ে কাজ করি। আমরা ভিক্ষুকদের মাঝে এ খাদ্য সামগ্রী ও নগদ টাকা বিতরণ করেছে। আমাদের বিতরণের কার্যক্রম অব্যাহত থাকবে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন