১৫ অক্টোবর ২০২৫

দেবীগঞ্জে জাতীয় শোক দিবস পালিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
দেবীগঞ্জে জাতীয় শোক দিবস পালিত

দেবীগঞ্জ(পঞ্চগড়) প্রতিনিধি: যথাযত মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস নানা কর্মসূচীর মধ্য দিয়ে পঞ্চগড়ের দেবীগঞ্জে পালিত হয়েছে।

উপজেলা প্রশাসন এর আয়োজন করে। এ উপলক্ষ্যে এক শোক র‌্যালী উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। সরকারী দপ্তরের অফিস প্রধানগন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী , আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধারা শোক র‌্যালীতে অংশ নেন। র‌্যালী শেষে দেবীগঞ্জ সরকারি কলেজ হলরুমে অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধুর বর্নাঢ্য জীবনের উপর আলোচনা। ঘন্টাব্যাপী এ আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক চিশতী, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনাৎ জামান চৌধুরী জর্জ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ.স.ম. নুরজ্জামান, দলের সিনিয়র সহ-সভাপতি গিয়াস উদ্দীন চৌধুরী, দেবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ আনিছুর রহমান, দেবীগঞ্জ থানা অফিসার-ইন-চার্জ রবিউল হাসান সরকার।

উপজেলা নির্বাহী অফিসার প্রত্যয় হাসান সভায় সভাপতিত্ব করেন। এদিকে উপজেলা আওয়ামী লীগের উদ্দ্যোগে উপজেলার দশ ইউনিয়নে পরিচালিত হয় বৃক্ষ রোপন অভিযান। চিত্রাঙ্কন প্রতিযোগিতা , কবিতা আবৃতি, রচনা প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সভা শেষে পুরস্কার বিতরন করা হয়। বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত হয়েছে মসজিদ, মন্দির সহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে । সরকারি অফিস ও বিভিন্ন প্রতিষ্ঠানে অর্ধনির্মিত জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে ।

বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন