১৪ অক্টোবর ২০২৫

দেবীগঞ্জে জমে উঠেছে ঈদের কেনাকাটা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
দেবীগঞ্জে জমে উঠেছে ঈদের কেনাকাটা

শেখ ফরিদ, দেবীগঞ্জ(পঞ্চগড়) প্রতিনিধি:দেবীগঞ্জে জমে উঠেছে ঈদবাজার। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে কেনাকাটা। আসে পাশে শহর না থাকায় দেবীগঞ্জ উপজেলার সকল মানুষ দেবীগঞ্জ বাজারে কেনাকাটা করতে আসেন। তাই যে কোনো উৎসবে বেশ জমে ওঠে দেবীগঞ্জ বাজারের কেনাকাটা।এখন চলছে উপজেলা উল্লিখিত এলাকা থেকে আসা ক্রেতাদের ঈদের কেনাকাটা। এ শহরে থান কাপড়, তৈরী পোশাক কেনাকাটার জন্য খাঁন সুপার মার্কেট, অনন্যা ফ্যাশন গ্যালারী, লিটন গার্মেন্টস, রহমানিয়া বস্ত্রবিতান সহ আরো অনেক ছোট-খাটো গার্মেন্টস আছে। জুতা-স্যান্ডেল, কসমেটিকস সামগ্রীর দোকানপাটগুলোও জমে উঠেছে।

এদিকে ঈদুল ফিতরকে সামনে রেখে ইতোমধ্যে প্রায় সব চাকরীজিবী বেতন ও ঈদ বোনাস হাতে পেয়েছেন। আর তাই তারা নেমে পড়েছেন নিজেদের পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনদের কেনাকাটায়। ফলে মার্কেটে বেচাকেনায় যেন ভিড় জমেছে। পছন্দের পোশাকটি খুজতে এ দোকান থেকে ও দোকান ঢু মারছেন ক্রেতারা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত মানুষের গিজগিজে ভিড়ে মার্কেটে রীতিমতো ঢোকা মুশকিল হয়ে পড়েছে। গার্মেন্টসগুলো দেশি-বিদেশী পণ্যের সমাহার ঘটিয়েছে। দেশি কাপড়ের সাথে তাল মিলিয়ে ক্রেতারা বিদেশী কাপড়ও কিনছেন।

আর দোকানীরাও হাল ফ্যাশনের আনকমন সব পোশাক সংগ্রহ করে রেখেছে। এখন বেশি বিক্রি হচ্ছে তৈরী পোশাক। কারন থান কাপড় কিনে পোশার তৈরির সময় এখন আর হাতে নেই। তাছারা ভি.আই.পি টেইলার্সসহ পোশাক তৈরির অর্ডার অন্য সব টেইলার্স একেবারে বন্ধ করে দিয়েছে। পুরুষরা পাঞ্জাবি পায়জামার সাথে মেচিং করে জুতা-স্যান্ডেল কিনছেন। আর নারীরা কিনছেন অলংকার, কসমেটিকসহ অন্যান্য সামগ্রী। এ অবস্থায় অনেক ক্রেতা কেনাকাটা অনেক কাটছাট করেছেন। মার্কেটগুলো উপচে পড়া ভিড় ও লোড সেডিংএ জনজীবন অতিষ্ট হয়ে উঠেছে। তারপরও মানুষ মার্কেটগুলোয় ভিড় ও জানজট অপেক্ষা করে ঈদের কেনাকাটা করছেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন