১৫ অক্টোবর ২০২৫

দেবীগঞ্জে নিখোজ দুই শিশুর লাশ ৮ ঘন্টা পর নদী থেকে উদ্ধার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
দেবীগঞ্জে নিখোজ দুই শিশুর লাশ ৮ ঘন্টা পর নদী থেকে উদ্ধার

শেখ ফরিদ,দেবীগঞ্জ(পঞ্চগড়)প্রতিনিধি: পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার চিলাহাটী পাড়া গ্রামের তিস্তা নদী থেকে গতকাল শুক্রবার রাত ১২টার পর নিখোজ হওয়া দুই শিশুর লাশ আট ঘন্টা পর স্থানীয় জেলেরা উদ্ধার করেছে।

এদের নাম আব্দুল্লাহ (৯) পিতা ওমর ফারুক ,গ্রাম সবুজপাড়া ও শাওন (৬) পিতা, আলিউল, চিলাহাটী পাড়া। গ্রামবাসী সূত্রে জানা গেছে, পরিবারের সাথে শিশুরা গতকাল শুক্রবার দুপুরে চিলাহাটী পাড়া গ্রামে এক বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল। বিয়ের বউ ভাত শেষে বিকেল অনুমান চারটার দিকে তারা সেখান থেকে নিখোঁজ হয়। অনেক খোজাঁখুজির পর তাদের পাওয়া না গেলে ফায়ার সার্ভিসের সহায়তায় বাড়ির নিকটে তিস্তা নদীতে খোজা শুরু করে। ফায়ার সার্ভিসের টিমে ডুবুরী না থাকায় তারা অভিযানে ব্যর্থ হয়।

এর পর স্থানীয় কিছু জেলে তাদের জাল দিয়ে কয়েক ঘন্টা চেষ্ঠা করার পর রাত সোয়া ১২.৩০ টার দিকে শিশু দুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে। দেবীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ রবিউল হাসান ঘটনাটি নিশ্চিত করেছেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন