১৪ অক্টোবর ২০২৫

দেশে ৩ দফা কমলো সোনার দাম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
দেশে ৩ দফা কমলো সোনার দাম
বাংলাপ্রেস ডেস্ক: দেশের বাজারে পর পর তিন দফা কমানো হয়েছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ১ হাজার ১৬৭ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হয়েছে ৯৭ হাজার ৪৪ টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে এ দাম কমানো হয়েছে। বৃহস্পতিবার থেকে এ দাম কার্যকর করা হবে। গত ৪ দিন (৩০ সেপ্টেম্বর) আগে দেশের বাজারে দ্বিতীয় দফায় সোনার দাম কমানো হয়েছে। ঐ সময় ভরিপ্রতি ১ হাজার ৭৪৯ টাকা কমিয়ে ভালো মানের (২২ ক্যারেট) সোনার দাম ৯৮ হাজার ২১১ টাকা নির্ধারণ করা হয়। এর আগে, ২৭ সেপ্টেম্বর সোনার রেকর্ড দাম ১ লাখ ১ হাজার ২৪৪ টাকা থেকে ১ হাজার ২৮৪ টাকা কমিয়ে নতুন দাম ঘোষণা করে বাজুস। ফলে সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম দাঁড়ায় ৯৯ হাজার ৯৬০ টাকা। বিশ্ববাজারে সোনার দাম বৃদ্ধির কারণে গত ২৪ আগস্ট দেশের বাজারে সোনার দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়ায় বাজুস। এর ফলে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম গিয়ে দাঁড়ায় রেকর্ড ১ লাখ ১ হাজার ২৪৪ টাকায়। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন