১৪ অক্টোবর ২০২৫

ঢাকা টাইমস সম্পাদককে হুমকির ঘটনায় প্রতিবাদ সভা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ঢাকা টাইমস সম্পাদককে হুমকির ঘটনায় প্রতিবাদ সভা

ফরিদপুর থেকে সংবাদদাতা : দৈনিক ঢাকা টাইমস ও এই সময় সম্পাদক আরিফুর রহমান দোলনের নিকট চাঁদা দাবী ও প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বোয়ালমারী রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)।

২৫ নভেম্বর সোমবার দুপুরে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন বোয়ালমারী মিডিয়া হাউজে সংগঠনটির সভাপতি আমীর চারু বাবলুর সভাপতিত্বে ও মুস্তাফিজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন,সাপ্তাহিক চন্দনা সম্পাদক কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী বার্তা সম্পাদক এ্যাড. কোরবান আলী, কাজী আমিনুল ইসলাম, সেলিম রেজা লিপন, মো. আনোয়ার হোসেন, কামরুল সিকদার।

অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন 'বাংলাপ্রেস ডটকম' ফরিদপুর সংবাদদাতা বিপ্লব আহমেদ, মো. সেলিম বিশ্বাস, সাইফুল্লাহ নজীর মামুন, ইলিয়াস মোল্যা, হাসান মাহমুদ মিলু, সনৎ চক্রবর্তী, ওলিয়ার শেখ প্রমুখ। বক্তারা, আরিফুর রহমান দোলনকে প্রাণনাশের হুমকি দেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হুমকিদাতা সন্ত্রাসীকে দ্রত শনাক্ত করে বিচারের মুখোমুখি করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।

প্রসঙ্গত, গত ২৩ নভেম্বর দুপুরে শীর্ষ সন্ত্রাসী শাহাদত পরিচয়ে দোলনের ব্যক্তিগত মোবাইল ফোনে চাঁদার দাবিতে প্রাণনাশের হুমকি দেয়া হয়। এ ঘটনায় নিজের নিরাপত্তা চেয়ে রাজধানীর রমনা মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন দোলন। রমনা মডেল থানার জিডি নম্বর ১৪৪৫, তারিখ ২৩ নভেম্বর ২০১৯।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন