-68eba6bfe183f.jpg)
ধুনট পৌর প্রকৌশলীর স্মরণ সভা



ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া)থেকে: বগুড়ার ধুনট পৌরসভার প্রয়াত কর্মকর্তা উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) এমদাদুল হকের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পৌরসভা কার্যালয় প্রাঙ্গনে উক্ত স্মরণ সভা অনুষ্ঠিত হয়। পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল মান্নান সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন ধুনট পৌরসভার প্যানেল চেয়ারম্যান শাহজাহান আলী, কাউন্সিলর রনজু মল্লিক, সহকারী প্রকৌশলী আবু হাসান ভূঞা, পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এ্যাসোসিয়েশনের উপদেষ্টা এনামুল হক দোলন, সাধারণ সম্পাদক খলিলূর রহমান, সহসভাপতি মাহমুদুল ইসলাম টুকু, জহুরুল মল্লিক, যুগ্ম সম্পাদক আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক সম্রাট আকবর, প্রচার সম্পাদক আব্দুল বাছেদ ও অর্থ সম্পাদক রমজান আলীসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য আলোচনা সভা শেষে প্রয়াত প্রকৌশলীর বিদেহী আত্মার মাগফেরাত ও ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহের রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
-68eba6bfe183f.jpg)




নেত্রকোনার পূর্বধলায় ভাষা সৈনিক ইউনুস আলীর রাষ্ট্রীয় মর্যদায় দাফন সম্পন্ন
