১৪ অক্টোবর ২০২৫

ধুনটে বাবার মামলায় ছেলে কারাগারে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ধুনটে বাবার মামলায় ছেলে কারাগারে

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে : বগুড়ার ধুনট উপজেলায় আত্মহত্যা চেষ্টার অভিযোগে বাবার দায়ের করা মামলায় ছেলে আশরাফুল ইসলাম নয়ন (২২) নামের কলেজ পড়–য়া শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে উপজেলা মথুরাপুর ইউনিয়নের ছাতিয়ানি গ্রামের আমিনুল ইসলামের ছেলে। শুক্রবার সকালের দিকে তাকে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মথুরাপুর ইউনিয়নের আমিনুল ইসলাম বাবলুর ছেলে অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আশরাফুল ইসলাম নয়ন (২২) ২ বছর আগে প্রেম করে মনি খাতুন নামে ভিন্ন ধর্মের এক মেয়েকে বিয়ে করে। বিয়ের পর তাদের সংসার ভালোই চলছিলো। কিন্তু সম্প্রতি আশরাফুল অন্য একটি নারীর সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে এবং ঐ নারীকে বিয়ের জন্যে ব্যাকুল হয়ে ওঠে। বাবা-মা এ বিয়েতে বাধা দিলে ৩ এপ্রিল সকালের দিকে বসতঘরের তীরের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে আশরাফুল। এসময় গোঙ্গানীর শব্দ শুনে তার স্ত্রী মনি খাতুনের চিৎকারে স্থানীয় লোকজন ঘরের দরজা ভেঙ্গে উদ্ধার করে সিরাজগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

সুস্থ্য হয়ে বাড়িতে এসে সে আবারো বিয়ের দাবীতে দ্বিতীয় দফায় আত্মহত্যার চেষ্টা করে। এ ঘটনায় তার বাবা আমিনুল ইসলাম বাদি হয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় ধুনট থানায় ছেলের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে।

পরিবারের সদস্য ও স্থানীয় লোকজনের সহায়তায় আশরাফুল ইসলামকে রাতেই গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার সকালের আদালতের মাধ্যমে তাকে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে। থানা হাজতে আটক আশরাফুল ইসলাম জানায়, প্রথম দফায় বাবা মনের বিরুদ্ধে তাকে জোর করে বিয়ে দিয়েছে। সে তার বান্ধবীকে ভালোবাসে। বান্ধবীকে বিয়ে করতে না দেয়ায় সে আত্মহত্যার চেষ্টা করেছে। আশরাফুল ইসলামের বাবা আমিনুল ইসলাম জানায়, প্রথমবারে সে নিজের ইচ্ছায় প্রেম করে বিয়ে করেছে। বর্তমানে সে আবারো অন্য একটি মেয়েকে বিয়ে করার চেষ্টা করছে। এতে বাঁধা দেয়ায় সে আত্মহত্যার চেষ্টা করেছে। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, আত্মহত্যা চেষ্টার অভিযোগে বাবার দায়ের করার মামলায় ছেলেকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন