১৪ অক্টোবর ২০২৫

ধুনটে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ শীর্ষক সেমিনার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ধুনটে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ শীর্ষক সেমিনার

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: বগুড়ার ধুনট উপজেলায় মুজিববর্ষ ২০২০ উপলক্ষে ‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদের ইছামতি সভা কক্ষে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের ধুনট উপজেলা সহকারী প্রোগ্রামার শামীম রেজার সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য দেন ধুনট সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ টিআইএম নূরুন্নবী তারিক, ধুনট উপজেলা শিক্ষা কর্মকতা কামরুল হাসান, গোপালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হোসেন সরকার, গোসাইবাড়ী ডিগ্রি কলেজের আইসিটি শিক্ষক আব্দুল বারী, চিকাশী ইউনিয়ন পরিষদের তথ্যসেবা কেন্দ্রের উদ্যোক্তা নূরনবী ও ধুনট মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার্থী শাপলা খাতুন।

সেমিনারে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এবং ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তথ্য-প্রযুক্তির সঠিক ব্যবহার করে মহান স্বাধীনতা যুদ্ধ ও বঙ্গবন্ধু জীবনের সঠিক ইতিহাস সকল শ্রেণি মানুষের মাঝে পৌছে দিতে হবে। তৃনমুল মানুষকে তথ্য-প্রযুক্তি ব্যবহারে সম্পৃক্ত করতে হবে।

উল্লেখ্য ২০১৮ সালের ৭ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপনে ২০২০ সালকে ‘মুজিব বর্ষ’ ঘোষণা করেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন