১৪ অক্টোবর ২০২৫

ধুনটে এসএসসি পরীক্ষার্থীদ্বয় বখাটের মারপিটের শিকার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ধুনটে এসএসসি পরীক্ষার্থীদ্বয় বখাটের মারপিটের শিকার

ধুনট (বগুড়া) থেকে সংবাদদাতা : বগুড়ার ধুনট উপজেলায় ২ এসএসসি পরীক্ষার্থী বখাটেদের মারপিটের শিকার হয়েছে। প্রায় দুই বছর আগে এক সহপাঠীকে উত্যক্তের প্রতিবাদ করায় তাদের মারপিট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ধুনট আদর্শ উচ্চ বিদ্যালয় ভেন্যূ কেন্দ্রের প্রধান ফটকে এ ঘটনা ঘটে। মারপিটের শিকার শিক্ষার্থীরা হলো, উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের পাঁচথুপি-সরোয়া গ্রামের আসাদুল ইসলামের ছেলে আরাফাত রহমান লিখন (১৪) ও আব্দুল হালিমের ছেলে রবিউল ইসলাম (১৪)। ওই ২ শিক্ষার্থী উপজেলার পাঁচথুপি-নসরতপুর জাহের আলী উচ্চ বিদ্যালয় থেকে মানবিক শাখায় এবছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ইংরেজী প্রথম পত্র বিষয়ের পরীক্ষা ছিল। ওই ২ শিক্ষার্থী ধুনট আদর্শ উচ্চ বিদ্যালয় ভেন্যূ কেন্দ্রে পরীক্ষা শেষে কেন্দ্রের প্রধান ফটকে পৌছে। এসময় বহিরাগত বখাটেরা এসএসসি পরীক্ষার্থী আরাফাত ও রবিউলকে মারপিট করে চলে যায়।

এ বিষয়ে আরাফাত রহমান লিখন জানায়, যারা তাদের মারপিট করেছে তারা অপরিচিত যুবক। তবে ওই সব যুবকেরা মারপিটের সময় দুই বছর আগে বিদ্যালয় প্রাঙ্গনে এক সহপাঠীকে উত্যক্তের ঘটনা নিয়ে তাদের আটকের বিষয়টি প্রকাশ করেছে।

উপজেলার পাঁচথুপি-নসরতপুর জাহের আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলিম বলেন, দুই বছর আগে ধুনট শহরের সাজিদ নামে এক তরুন আমার বিদ্যালয়ের এক জেএসসি পরীক্ষার্থীকে উত্যক্ত করে। তখন ওই ছাত্রীর সহপাঠীরা সাজিদকে আটক করেছিল। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে ওই সময় বিষয়টি মিমাংসা করা হয়েছিল। এ ঘটনার জের ধরেই সাজিদ ও তার লোকজন এসএসসি পরীক্ষার্থী আরাফাত ও রবিউলকে মারপিট করেছে।

এসএসসি পরীক্ষার কেন্দ্র সচিব অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহা এ তথ্য নিশ্চিত করে বলেন, এ বিষয়টি খুবই দুঃখজনক। মারপিটের কারনে দুই পরীক্ষার্থী মানসিক ভাবে ভেঙ্গে পড়েছে। এ বিষয়ে আইনী ব্যবস্থা গ্রহনের পরামর্শ দেওয়া হয়েছে।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, মৌখিক অভিযোগের ভিত্তিতে এ ঘটনার সাথে জড়িত শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের থানায় ডেকে এনে বিষয়টি মিমাংসা করে দেওয়া হয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন