-68eba6bfe183f.jpg)
ধুনটে অবশেষে হুইল চেয়ার পেল প্রতিবন্ধী প্রিয়া রানী



ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলার পিরহাটি গ্রামের শারীরিক, মানসিক ও শ্রবন প্রতিবন্ধী প্রিয়া রানী অবশেষে চলাচলের জন্য একটি হুইল চেয়ার পেয়েছে। গত ২৭ এপ্রিল বিভিন্ন সংবাদ মাধ্যমে ‘ধুনটে প্রতিবন্ধি প্রিয়া রানীর ভরসা মায়ের কোল’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ পায়। সংবাদ প্রকাশের পর গতকাল মঙ্গলবার দুপুর ৩টায় ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা তার কার্যালয়ে প্রিয়া রানীকে একটি হুইল চেয়ার প্রদান করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ধুনট উপজেলার পিরহাটি গ্রামের ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ী অতোশ কুমার সাহা ও আশা রানী দম্পতির বড় সন্তান প্রিয়া রানী। বর্তমানে প্রিয়ার বয়স ১৫ বছর। প্রিয়া রানীর জন্ম স্বাভাবিক হলেও, তিন মাস বয়সে অজানা রোগে হয়েছে শারীরিক, মানসিক ও শ্রবন প্রতিবন্ধী। প্রিয়া দাঁড়াতে পারে না, হাঁটতেও পারে না। সারা দিন ঘরের বারান্দায় চেয়ারে বসে থাকতে তার খুব কষ্ট হয়। মা আশা রানী সারা দিন মেয়েকে নিয়েই ব্যস্ত থাকেন। মা তাকে নাওয়া-খাওয়া করান। চলাচলের একমাত্র ভরসা মায়ের কোল। মেয়ের চিকিৎসা করাতে গিয়ে নিঃস্ব হয়েছে পরিবারটি। সহায় সম্বল বলতে ৪ শতক বসতভিটা রয়েছে। বাবার সামান্য আয় দিয়েই চলে চার জনের সংসার। এত কষ্টের মাঝেও প্রিয়ার ভাগ্যে এতদিন জুটছিলো না কোন সরকারি সহায়তা।
এ ঘটনায় গত ২৭ এপ্রিল বিভিন্ন সংবাদ মাধ্যমে ‘ধুনটে প্রতিবন্ধি প্রিয়া রানীর ভরসা মায়ের কোল’ শিরোনামে প্রকাশিত সচিত্র সংবাদটি উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টিগোচর হয়। তিনি প্রতিবন্ধী প্রিয়া রানীকে বিনামূল্যে একটি হুইল চেয়ার প্রদান করেন। প্রিয়ার বাবা অতোশ কুমার সাহা জানান, অভাবের সংসারে মেয়ের জন্য বাড়তি কিছু করাটা কঠিন। তারপরও চেষ্টা করেন। কিন্তু টাকার অভাবে মেয়েকে একটা হুইল চেয়ার কিনে দিতে পারছিলেন না। এ বিষয়টি পত্রিকায় লেখার পর মেয়েটি একটি হুইল চেয়ার পাওয়ায় অনেক খুশি হয়েছেন।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা বলেন, প্রিয়া রানীর পরিবারের পক্ষ থেকে সরকারি সহায়তার জন্য কেউ কোনদিন আবেদন করেনি। কিন্ত পত্রিকার পাতায় প্রিয়ার জীবনের করুন কাহীনি পড়ে তার জন্য একটা হুইল চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। খুব শীঘ্রই তার জন্য প্রতিবন্ধি ভাতার ব্যবস্থা করা হবে।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
-68eba6bfe183f.jpg)




নেত্রকোনার পূর্বধলায় ভাষা সৈনিক ইউনুস আলীর রাষ্ট্রীয় মর্যদায় দাফন সম্পন্ন
