১৪ অক্টোবর ২০২৫

ধুনটে অটোরিক্সার ধাক্কায় অশীতিপর বৃদ্ধা নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ধুনটে অটোরিক্সার ধাক্কায় অশীতিপর বৃদ্ধা নিহত

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) ত্থেকে: বগুড়ার ধুনট উপজেলায় সিএনজি চালিত অটোরিক্সার ধাক্কায় অশীতিপর বৃদ্ধা জামেলা বেওয়া (৮২) নিহত হয়েছে। নিহত জামেলা বেওয়া উপজেলার চালাপাড়া গ্রামের মজিবর রহমানের স্ত্রী। মঙ্গলবার (১১ জুন) সকাল ৯টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার তার মৃত্যু হয়।

থানা সূত্রে জানা যায়, অশীতিপর বৃদ্ধা জামেলা বেওয়া সোমবার সন্ধ্যার দিকে বাড়ির পাশে ধুনট-মথুরাপুর সড়কে পায়চারি করছিলেন। এসময় ধুনট গামী একটি সিএনজি চালিত অটোরিক্সা পিছন দিকে থেকে জামেলা বেওয়াকে ধাক্কা দেয়। এতে জামেলা বেওয়া পড়ে গিয়ে আহত হন। স্থানীয় লোকজনের অগোচরে অটোরিক্সার অজ্ঞাত চালক আহত জামেলা বেগমকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে রেখে কৌশলে পালিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাৎক্ষনিকভাবে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। মঙ্গলবার সকাল ৯টার দিকে সেখানে তার মৃত্যু হয়।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা কবলিত সিএনজি চালিত অটোরিক্সা ও অজ্ঞাত চালককে সনাক্তকরণের চেষ্টা চলছে। নিহত জামেলা বেওয়ার মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন