-68eba6bfe183f.jpg)
ধুনটে প্রতিবন্ধি আব্দুল আলিমের এক মাসেও সন্ধান মেলেনি


ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে : বগুড়ার ধুনট উপজেলায় নিখোঁজের ১ মাস অতিবাহিত হলেও প্রতিবন্ধী যুবক আব্দুল আলিমের (২৫) সন্ধান মেলেনি। আব্দুল আলিম উপজেলার মথুরাপুর গ্রামের হতদরিদ্র সোহরাব আলীর ছেলে। এঘটনায় তার বাবা থানায় একটি সাধারণ ডায়েরি করেছে।
নিখোঁজের পরিবার জানায়, গত ২২ মে সকাল ৯টার দিকে নিজ বাড়ি থেকে বের হয়ে নিরুদ্দেশ হয়েছে বহুমাত্রিক প্রতিবন্ধী আব্দুল আলিম। প্রায় ৫ ফুট উচ্চতার শ্যামবর্ণের ওই যুবক এরপর আর বাড়ি ফেরেননি। এ ঘটনায় তার বাবা সোহরাব আলী বাদী হয়ে ৯ জুন ধুনট থানায় একটি সাধারণ ডায়েরি করে। এদিকে নিখোঁজের ৩৭ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত ওই প্রতিবন্ধী যুবকের সন্ধান মেলেনি। ফলে পরিবারের লোকজন দুশ্চিন্তায় রয়েছে।
কেউ তার সন্ধান পেলে ০১৭৩২-২৫০-৩৭৯ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে তার বাবা। এ ব্যাপারে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, প্রতিবন্ধী যুবকের ছবি দেশের সকল থানাতে পাঠানো হয়েছে। এছাড়াও বিভিন্নভাবে তার অনুসন্ধান প্রক্রিয়া চলমান রেখেছে।
বিপি/ আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
-68eba6bfe183f.jpg)




নেত্রকোনার পূর্বধলায় ভাষা সৈনিক ইউনুস আলীর রাষ্ট্রীয় মর্যদায় দাফন সম্পন্ন
