-68eba6bfe183f.jpg)
ধুনটে শিক্ষা সচেতেনতামূলক মতবিনিময় সভা


ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: বগুড়ার ধুনট উপজেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণের সাথে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ছেলেধরা গুজব, ডেঙ্গু প্রতিরোধ, নিরাপদ সড়ক ও বঙ্গবন্ধুর মৃত্যু বার্ষিকী বিষয়ে শিক্ষার্থীদের মাঝে সচেতেনতা বৃদ্ধির লক্ষ্যে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রোববার (০৪ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদের ইছামতি হলরুমে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন।
ধুনট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম জিন্নাহের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ধুনট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার রোকাইয়া পারভীন, ধুনট উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী, ধুনট মহিলা কলেজের অধ্যক্ষ এসএম জিয়াউল হক, গোসাইবাড়ি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বজলুর রশিদ, প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, আব্দুস সালাম, আব্দুল আলিম, আতাউর রহমান, শফিউল আলম, সাজ্জাদুর রহমান ও মাদরাসা সুপার আল আমিন প্রমুখ।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
-68eba6bfe183f.jpg)




নেত্রকোনার পূর্বধলায় ভাষা সৈনিক ইউনুস আলীর রাষ্ট্রীয় মর্যদায় দাফন সম্পন্ন
