১৫ অক্টোবর ২০২৫

ধুনটে সিরিয়াল ধর্ষক জয়নাল গ্রেপ্তার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ধুনটে সিরিয়াল ধর্ষক জয়নাল গ্রেপ্তার

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: বগুড়ার ধুনট উপজেলায় জলপাই খাওয়ানোর লোভ দেখিয়ে ৪শিশু শিক্ষার্থীকে ধর্ষনের অভিযোগে জয়নাল আবেদীন (৫৫) নামে এক সিরিয়াল ধর্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। জয়নাল আবেদীন উপজেলার মথুরাপুর ইউনিয়নের গোপালপুর খাদুলী গ্রামের ফজর আলীর ছেলে।

বুধবার সকাল ১১টার দিকে ১০দিনের রিমান্ড চেয়ে ধুনট থানা থেকে তাকে বগুড়া আদালতে পাঠানো হয়েছে। এরআগে মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার মথুরাপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। একই সময় ধর্ষনের শিকার অসুস্থ ৪ শিশু শিক্ষার্থীকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, তিন সন্তানের জনক জয়নাল আবেদীন এলাকায় ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করে। ধর্ষনের শিকার ৪ শিশু শিক্ষার্থী জয়নালের প্রতিবেশী। তারা জয়নালের দুরসম্পর্কের নাতনি। হতদরিদ্র পরিবারের ৪ শিশুর মধ্যে ২জন তৃতীয় শ্রেণীর এবং ২জন প্রথম শ্রেণীর শিক্ষার্থী। অন্যান্য দিনের ন্যায় শুক্রবার দুপুরের দিকে তৃতীয় শ্রেণীর ২ ছাত্রী জয়নালের বাড়িতে জলপাই কুড়াতে যায়।

এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে জয়নাল ২ শিশুকে জলপাই খাওয়ানের লোভ দেখিয়ে ঘরের ভেতর নিয়ে যায়। এরপর মুখ বেঁধে পর্যায়ক্রমে ২ শিশুকে ধর্ষন করে। এছাড়া রবিবার দুপুরের দিকে প্রথম শ্রেণীর ২ছাত্রী জয়নালের বাড়িতে জলপাই কুড়াতে যায়। এসময় একই কৌশলে ২ শিশুকে ধর্ষন করে জয়নাল। পৃথক ২দিনে ঘটনার সময় ওই বাড়িতে কেউ ছিল না। পরবর্তীতে এ ঘটনার কথা ৪শিশু তাদের মা-বাবাকে জানায়।

অভিভাবকরা স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিকট বিচার প্রার্থী হয়। পরে চেয়ারম্যানের মৌখিক অভিযোগের ভিত্তিতে জয়নাল আবেদীনকে আটক করা হয়। এ ঘটনায় ধর্ষনের শিকার ২ শিশুর বাবা বাদী হয়ে সিরিয়াল ধর্ষক জয়নাল আবেদীনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

থানা হাজতে আটক জয়নাল আবেদীন বলেন, চার শিশু আমার নিকট বাসর রাতে যৌন মিলনের কৌশল শিখতে চেয়েছিল। তাই আমি তাদের বিবস্ত্র করে যৌন মিলনের শিক্ষা দিয়েছি। জোর পূর্বক তাদের ধর্ষন করা হয়নি। তবে যৌন মিলনের কৌশল শেখাতে গিয়ে তারা সামান্য ব্যাথা পেয়েছে। ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অংকিতা রব চৈতি বলেন, প্রাথমিক ভাবে পরীক্ষা-নিরীক্ষায় চার শিশুর যৌনাঙ্গে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ব

গুড়ার অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জয়নাল আবেদীন ঘটনার সত্যতা স্বীকার করেছে। এ ঘটনায় জয়নালের বিরুদ্ধে থানায় ২টি ধর্ষন মামলা দায়ের হয়েছে। চার শিশুর শারীরিক পরীক্ষার জন্য তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং সিরিয়াল ধর্ষককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন