-68eba6bfe183f.jpg)
ডোমার সরকারী কলেজের প্রভাষকে মারধরের মামলায় গ্রেফতার ৩



আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে: নীলফামারীর ডোমারে সরকারী কলেজের ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক (৩৬ তম শিক্ষা ক্যাডার) সোলায়মান আলীর ওপর সন্ত্রাসী হামলা ও মারধরের মামলায় ৩ ছাত্রকে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ।
ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এসআই রেজাউল করিম, আব্দুল লতিফ সোমবার (৯সেপ্টেম্বর) দুপুরে ডোমার মাদ্রাসার মোড় এলাকা থেকে সদর ইউনিয়নের বড়রাউতা এলাকার আব্দুল মান্নানের ছেলে আল-আমিন (১৮), পশ্চিম চিকনমাটি এলাকার নাজমুল হকের ছেলে আব্দুল হালিম (১৮) কে গ্রেফতার করে। এর আগে রবিবার সকালে পশ্চিম চিকনমাটি দোলাপাড়ার নজরুল ইসলামের ছেলে নাজিমুল ইসলাম (১৭) কে কলেজ গেট এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের আাদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরন করে।
উল্লেখ্য, গত ৭সেপ্টেম্বর ডোমার সরকারী কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র শান্ত, সৈকতসহ তাদের সহযোগী সন্ত্রাসী (বিসিএস) প্রভাষক সোলায়মান আলীর সাথে কথা কাটাকাটির এক পর্যায় তৃতীয় তলা থেকে মারতে মারতে নিচতলা একাডেমিক ভবনে নিয়ে আসে। এতে সোলায়মান আলী গুরুতর অসুস্থ হলে তাৎক্ষনিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এবিষয়ে প্রভাষক সোলায়মান আলী নিজে বাদী হয়ে ডোমার কলেজ পাড়ার মাছ বিক্রেতা লিটনের ছেলে শান্ত, ও ছোট রাউতা সাহাপাড়া এলাকার আনজারুল চৌধুরীর ছেলে সৈকত চৌধুরীসহ অজ্ঞাতনামা ১৬-১৭ জনকে আসামী করে ডোমার থানায় মামলা নং-০৮, তারিখ-০৭/০৯-১৯ দায়ের করেন।
অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, শিক্ষক জাতির মেরুদন্ড, শিক্ষক যদি এভাবে লাঞ্ছিত হয় তাহলে জাতি লাঞ্ছিত হবে। ৩জনকে গ্রেফতার করেছি, আমাদের অভিযান অব্যাহত রয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
-68eba6bfe183f.jpg)




নেত্রকোনার পূর্বধলায় ভাষা সৈনিক ইউনুস আলীর রাষ্ট্রীয় মর্যদায় দাফন সম্পন্ন
