-68eba6bfe183f.jpg)
ডোমারে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে পুরস্কার বিতরণ


আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে: “জনসংখ্যা ও উন্নয়নে আন্তর্জাতিক সম্মেলনের ২৫ বছর। প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারী ডোমারে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে সমাপনি দিবসে কিশোর কিশোরীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার (২৯ জুলাই) সকাল ১১টায় উপজেলার সোনারায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করেন ল্যাম্ব-প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ শো প্রকল্প। স্বাস্থ্য পরিদর্শিকা মর্জিনা বেগমের সভাপতিত্বে ফিল্ড কো-অর্ডিনেটর রফিকুল ইসলাম রফিক, সিএসডাব্লু আরিফুল ইসলাম, ফরিদুল ইসলাম, নুররক্তা বেগম, সিএসভিএ বুলবুলি বেগম প্রমূখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
আলোচনা শেষে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিগণ। গত ১১জুলাই দিবসটি উদ্বোধন করা হয় এবং উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় যথাযথ ভাবে মাস ব্যাপী এ কর্মসূচী পালন করা হয়েছে।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
-68eba6bfe183f.jpg)




নেত্রকোনার পূর্বধলায় ভাষা সৈনিক ইউনুস আলীর রাষ্ট্রীয় মর্যদায় দাফন সম্পন্ন
