১৫ অক্টোবর ২০২৫

ডোমারে বয়ষ্ক,বিধবা ও প্রতিবন্ধিদের নিয়ে সচেতনতা মূলক কর্মসুচি অনুষ্ঠিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ডোমারে বয়ষ্ক,বিধবা ও প্রতিবন্ধিদের নিয়ে সচেতনতা মূলক কর্মসুচি অনুষ্ঠিত

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে: ডোমারে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রমের ভাতাসমূহ ডিজিটাল উপায়ে বয়ষ্ক,বিধবা ও প্রতিবন্ধিদের ভাতা প্রদানের সচেতনতা মূলক কর্মসুচি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা সমাজ সেবা অধিদপ্তর আয়োজিত মঙ্গলবার (৩সেপ্টেম্বর) সকাল ১১ টায় ডোমার পৌর ভবন হলরুমে,এটুআই প্রোগ্রাম,তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগীতায় পৌর মেয়র মনছুরুল ইসলাম দানু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা। বিশেষ অতিথি হিসেবে প্যানেল মেয়র এনায়েত হোসেন নয়ন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ফিরোজুল ইসলাম, ফিল্ড সুপারভাইজার আবু হোসেন, পৌর কাউন্সিলর আব্দুর রাজ্জাক রাজা, আখতারুজ্জামান সুমন, শফিক বিন মোর্শেদ তরুন, সামিউল ইসলাম, হাবিবুর রহমান হাবিব, সংরক্ষিত কাউন্সিলর উম্মে কুলসুম, ভারতী রানী প্রমূখ উপস্থিত ছিলেন। বক্তাগন বলেন, ডিজিটাল পদ্ধতিতে মোবাইল ব্যাংকের মাধ্যমে বয়ষ্ক, বিধবা ও প্রতিবন্ধিদের নিজ ইউনিয়নে বায়োমেটিক পদ্ধতিতে ভাতা প্রদান করা হবে।

১৯৯৬-৯৭ অর্থ বছরে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সর্ব প্রথম ১৫ লক্ষ ভাতা ভোগীদের মাঝে প্রতি মাসে ১শত টাকা করে ভাতা কর্মসূচি চালু করেন। এরই ধারাবাহিকতায় ২০১৯-২০অর্থ বছরে এসে ৭৫লক্ষ ভাতা ভোগীদের প্রত্যেকেই প্রতি মাসে ৫ শত টাকা করে সুবিধা ভোগী ভাতা চালু করেন। উক্ত সেমিনারে প্রায় ১৩০জন ভাতা ভোগী অংশ গ্রহন করে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন