-68eba6bfe183f.jpg)
ডোমারে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভাংচুর, মহিলাসহ আহত ৪



আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে: নীলফামারীর ডোমারে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভাংচুর, মহিলাসহ ৪জন গুরুত্বর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের মিরজাগঞ্জ সাফিরপাড়া গ্রামে। মামলা সুত্রে জানাযায়, উক্ত গ্রামের মৃত হোসেন আলীর ছেলে তহিদুল ইসলাম ঢিশালীর সাথে প্রতিবেশী মনছুর আলীর ছেলে জাহিদুল ও রবিউল ইসলামের জমি জমা নিয়ে দীর্ঘদিন যাবত দ্বন্দ চলে আসছে।
বিষয়টি নিয়ে স্থানীয় ভাবে শালিশ বৈঠকের মাধ্যমে আপোষ মিমাংসা হয়। জাহিদুল ও রবিউল গং তাদের আপোষ মিমাংসা না মেনে শত্রুতার জেরে ঘটনার দিন শনিবার (২২জুন) সকালে জাহিদুল তার দলবল নিয়ে উক্ত জমিতে মাটি ভরাটের চেষ্টা চালায় এবং ঘড়ের বেড়াচাটি ভাংচুর করে মালামাল লুটপাট করে বলে অভিযোগ উঠেছে। তহিদুলের লোকজন বাঁধা দিলে জাহিদুল ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের বেধরক মারপিট করে।
তাদের আঘাতের ফলে তহিদুল (৪১), ভাই ছপিয়ারর (৪৮), স্ত্রী আয়শা (৩৮), মাছফুরা বেগম (৬৫) গুরুত্বর আহত হয়। এলাকাবাসী অসুস্থ অবস্থায় তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ বিষয়ে তহিদুল ইসলাম বাদী হয়ে ১০ জনের বিরুদ্ধে ডোমার থানায় মামলা নং-২০,তারিখ-২৪/০৬/১৯ দায়ের করে। ডোমার থানার ওসি (তদন্ত) বিশ্বদেব রায় মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, এজাহারের ভিত্তিতে মামলা তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
-68eba6bfe183f.jpg)




নেত্রকোনার পূর্বধলায় ভাষা সৈনিক ইউনুস আলীর রাষ্ট্রীয় মর্যদায় দাফন সম্পন্ন
