১৪ অক্টোবর ২০২৫

ডোমারে কারাতে প্রশিক্ষণার্থীদের মাঝে বেল্ট ও সনদপত্র বিতরণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ডোমারে কারাতে প্রশিক্ষণার্থীদের মাঝে বেল্ট ও সনদপত্র বিতরণ
আনিছুর রহমান মানিক, ডোমার, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমারে জানো প্রকল্পের আওতায় কারাতে প্রশিক্ষণার্থীদের মাঝে বেল্ট ও সনদপত্র বিতরণ করা হয়েছে। ২২ আগস্ট বিকালে উপজেলা পরিষদ হলরুমে সমাপনী অনুষ্ঠানের ১৭৫ জন ছাত্রীকে ৭ ব্যাচে ৭ উপজেলায় আত্ন রক্ষার কৌশল বিষয়ক ৩২ দিনের প্রশিক্ষণ প্রদান শেষে হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রমিজ আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ। বিশেষ অতিথি হিসাবে উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, নারী ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, একাডেমিক সুপসর ভাইজার সাফিউর রহমান, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর মর্জিনা মাসুদ সহ অনেকে উপস্থিত ছিলেন। নির্বাহী অফিসার রমিজ আলম বলেন, ”আমি আনন্দিত যে আমার উপজেলার মেয়েরা এই কারাতে প্রশিক্ষণ গ্রহনের সুযোগ পেয়েছে এবং প্রশিক্ষণ সফলভাবে শেষ করেছে। আমি বিশ্বাস করি এই প্রশিক্ষণ মেয়েদের জীবনে নতুন মাত্রা যোগ করবে, তাদের আত্মবিশ্বাস বাড়াবে এবং তাদের বর্তমান ও আগামীর জীবন নিরাপদ করে তুলবে। ইউরোপিয়ান ইউনিয়ন ও অস্ট্রিয়ান ডেভেলপমেন্ট কো-অপারেশন এর -অর্থায়নে, কেয়ার বাংলাদেশ ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরী সহায়তায় এবং ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক বাস্তবায়নকৃত জয়েন্ট এ্যাকশান ফর নিউট্রিশন আউটকাম (জানো) প্রকল্পের আওতায় রংপুর জেলার ০৩ টি উপজেলার (গংগাচড়া, কাউনিয়া ও তারাগঞ্জ) নিবার্চিত ৭৯টি মাধ্যমিক ও ২১ টি মাদ্রাসায় এবং নীলফামারী জেলার ০৪ টি উপজেলায় (নীলফামারী সদর, ডোমার, জলঢাকা, কিশোরগঞ্জ) নিবার্চিত ১৬৯টি মাধ্যমিক ও ২৮টি মাদ্রাসায় সরকারের সহায়ক প্রকল্প হিসেবে কাজ করছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন