-68eba6bfe183f.jpg)
ডোমারে মেধাবী কলেজ ছাত্রী হাসিনাকে বাচাঁতে বাবার আকুতি



আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে: নীলফামারী ডোমারে মেধাবী কলেজ ছাত্রী হাসিনা বেগম জটিল রোগে আক্রান্ত। তাকে বাচাঁতে সমাজে সাহায্যের আবেদন করেন অসহায় হাসিনার পরিবার। ডোমার উপজেলার সিমান্তবর্ত্তি এলাকা চিলাহাটি। ভোগডাবুড়ি ইউনিয়নের মুক্তির হাট এলাকার দিনমুজুর বাবুল হোসেনের কলেজ পড়–য়া কন্যা চিলাহাটি গার্লস স্কুল এন্ড কলেজের ২য় বর্যের ছাত্রী হাসিনা বেগম (১৭)। মাতা সেলিনা বেগম তিনিও মাঝে মধ্যে অন্যের বাড়িতে কাজ করে অতি কষ্টে সংসার পরিচালনা করে আসছে। হটাৎ করে গত বছর হাসিনা বেগমের দুটি পা অজানা রোগে চিকন হয়ে শরীর রোগাকান্ত হয়ে আসে। উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শুরু করে। বর্তমানেও তার চিকিৎসা চলছে রংপুরে। মেয়ের চিকিৎসা করাতে অনেক অর্থের প্রয়োজন। অভাবের সংসারে সামর্থ না থাকায় দেশের বিত্ত্ববান ও দানবীর ব্যাক্তিদের কাছে চিকিৎসা সহায়তা চান হাসিনার পরিবার। মোঃ বাবুল হোসেন, জনতা ব্যাংক চিলাহাটি শাখার সঞ্চয়ী হিসাব নং -০১০০১৭৩১৬১৭৪৮ নম্বরে সাহায্য পাঠানোর অনুরোধ করেন হাসিনার পিতা।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
-68eba6bfe183f.jpg)




নেত্রকোনার পূর্বধলায় ভাষা সৈনিক ইউনুস আলীর রাষ্ট্রীয় মর্যদায় দাফন সম্পন্ন
