-68eba6bfe183f.jpg)
ডোমারে নিখোঁজ মাদ্রাসার ৫ছাত্র ২দিন পর উদ্ধার


আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে: নীলফামারীর ডোমারে হাফিজিয়া মাদ্রাসার নিখোঁজ ৫ছাত্র ২দিন পর উদ্ধার হয়েছে। থানা সুত্রে জানা যায়, উপজেলার পৌর এলাকার ডোমার ইসলামিয়া ফাযিল মাদ্রাসা সংলগ্ন হাফিজিয়া মাদ্রাসায় ৪০জন ছাত্র পড়পলেখা করে। গত শনিবার দুপুরের খাওয়া শেষে শিক্ষক ও ছাত্র মিলে ঘুমিয়ে পড়ে।
বিকাল ৩টায় মাদ্রাসার ৫জন ছাত্র তারা তাদের কাপড় চোপড় নিয়ে কাউকে কিছু না বলে চলে যায়। তারা হলেন, মনির (১৩), নাঈম (১২), রিফাত (১৩), আব্দুল মোতালেব (১৩), মোস্তাফিজুর রহমান (১২)। এ বিষয়ে মাদ্রাসার মোহতামিম হাফেজ এরশাদুল হক ডোমার থানায় সাধারণ ডায়রী নং-৭৬৯, তারিখ-২৪/০৮/১৯ দায়ের করেন। ওই দিন থেকে তাদের অভিভাবকদের জানিয়ে বিভিন্ন আত্মীয় স্বজনসহ আশে পাশের মাদ্রাসায় খোজখবর নিয়েও কোন সন্ধান মিলেনি।
রবিবার জানা যায়, ৫ ছাত্রে মধ্যে নাঈম নামে ছাত্রটি তাদের লোভ লালসা দেখীয়ে ভাল মাদ্রায় ভর্তির নাম করে তিতুমির ট্রেনে পার্বর্তীপুর পরে সেখান থেকে দিনাজপুরের ট্রেনে ঢাকা বিমান বন্দর রেলষ্টেশনে যায়। সেখানে নাঈম কৌশলে ৪জনকে রেখে ঢাকায় কর্মরত তার বাবার কাছে চলে যায়। তারা নিরুপায় হয়ে সেখানে অবস্থান কালে রেল পুলিশের সহযোগিতায় ৪ছাত্রকে চিলাহাটিগামী নীলসাগর ট্রেনে তুলে দেয়।
পরদিন রাত ১টায় ডোমার রেলে ষ্টেশন হতে ছাত্রদের অভিভাবক ও ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান ছাত্রদের উদ্ধার করে ৪ছাত্রের পরিবারের কাছে হস্থান্তর করেন। নাঈম নামক ছাত্রটি পরদিন মঙ্গলবার সকাল ১১টায় তার বাবাসহ থানায় হাজির হয়ে জিম্মা নামায় স্বাক্ষর দেয়। পরে ছেলেকে তার বাবার হাতে তুলে দেয় পুলিশ।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
-68eba6bfe183f.jpg)




নেত্রকোনার পূর্বধলায় ভাষা সৈনিক ইউনুস আলীর রাষ্ট্রীয় মর্যদায় দাফন সম্পন্ন
