১৪ অক্টোবর ২০২৫

ডোমারে নিয়ন্ত্রন হারিয়ে ট্র্যাকের ধাক্কায় দোকান লন্ডভন্ড

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ডোমারে নিয়ন্ত্রন হারিয়ে ট্র্যাকের ধাক্কায় দোকান লন্ডভন্ড

আনিছুর রহমান মানিক,ডোমার(নীলফামারী) থেকে : নীলফামারীর ডোমারে নিয়ন্ত্রন হারিয়ে ট্রাকের ধাক্কায় ২টি দোকান লন্ডভন্ড হয়েছে।

শনিবার (২৯জুন) ভোর রাতে ডোমার পৌর এলাকার মাদ্রাসা মোড়ে ফরিদ ফুল বিতান ও লতিফুরের কনফেকশনারীর দোকানে ঢুকে দোকানের আসবাবপত্র সহ বিভিন্ন মালামাল লন্ডভন্ড করে দেয়। এলাকাবাসী জানান, মধুপুর থেকে ছেড়ে আসা ডোমার সড়ক দিয়ে তেঁতুলিয়া যাওয়ার পথে সাহাবী এন্টার প্রাইজ নামক ঢাকা মেট্রো-ট-২০-৬৭৬০ নম্বরের ট্র্যকটি ভোর রাত্রীতে চালক ঘুমের তন্দ্রায় নিয়ন্ত্রন হারিয়ে এ দূর্ঘটনাটি ঘটায়। এতে করে ২টি দোকানের প্রায় ৫ লক্ষাধীক টাকার মালামাল বিনষ্ট হয়।

সকাল ১১টায় ঘটনা স্থল পরিদর্শনে যান, ডোমার উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ডোমার পৌর মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু, সদর ইউপি চেয়ারম্যান মোসাব্বের হোসেন মানু, সাবেক প্যানেল মেয়র সহির উদ্দিন সরকার, ট্র্যাক ট্যাংকলড়ী শ্রমিক ইউনিয়নের সভাপতি মেরাজুল ইসলাম, বাস-মিনিবাস উপজেলা শাখার সাধারণ সম্পাদক সেলিম রেজা। বিষয়টি নিয়ে মালিক পক্ষের সাথে সমাধানের চেষ্টা চলছে বলে জানাযায়।

বিপি-আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন