১৫ অক্টোবর ২০২৫

ডোমারে ভোরের দর্পণ পত্রিকার ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ডোমারে ভোরের দর্পণ পত্রিকার ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে উৎসাহ ও উদ্দিপনার মধ্য দিয়ে দৈনিক ভোরের দর্পণ পত্রিকার ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকাল ১১টায় ডোমার প্রেসক্লাব চত্বর হতে এক বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়। ডোমার প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও ভোরের দর্পণ পত্রিকার উপজেলা প্রতিনিধি রবিউল হক রতনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ডোমার প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান চয়ন। বিশেষ অতিথি হিসাবে ডোমার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক জনতা উপজেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক রাজা, সিনিয়র সহ- সভাপতি ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি প্রভাষক আবু ফাত্তাহ কামাল পাখি, সহ-সভাপতি রুবেল ইসলাম, বিজয়ের আলো ২৪ ডটকম উপজেলা প্রতিনিধি ও পশ্চিম হরিণচড়া মহিলা বিএম কলেজের অধ্যক্ষ মেহেদী হাসান মুক্তি, দৈনিক খবরপত্র পত্রিকার উপজেলা প্রতিনিধি আনিছুর রহমান মানিক, দৈনিক যুগের আলো উপজেলা প্রতিনিধি আসাদুজ্জামান হিল্লোল দৈনিক আমাদের প্রতিদিন উপজেলা প্রতিনিধি মোসাদ্দেকুর রহমান সাজু, প্রমূখ বক্তব্য রাখেন। এ সময় দৈনিক প্রতিদিনের বার্তা উপজেলা প্রতিনিধি এমদাদুল হক মাসুম, দৈনিক ইনকিলাব উপজেলা প্রতিনিধি রাশেদুল ইসলাম আপেল, দৈনিক বাংলাদেশ সমাচার ভ্রাম্যমাণ প্রতিনিধি এবাদত হোসেন চঞ্চল, দৈনিক একুশের বাণী উপজেলা প্রতিনিধি সুমন ইসলাম, দৈনিক পরিবেশ স্টাফ রিপোর্টার আহসান হাবীব লাব্বু, বার্তা প্রবাহ উপজেলা প্রতিনিধি আনোয়ার হোসেন রকি, সাপ্তাহিক বর্ণমালার জেলা প্রতিনিধি মিজানুর রহমানসহ প্রেসক্লাবের সকল সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন